সম্পূর্ণ অন্য লুকে অভিনেত্রী, দুর্দান্ত স্লো-মোশানে নেটিজেনদের মুগ্ধ করলেন অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্য এই নামটি শুনলেই প্রথমেই মাথায় আসে একগাল মিষ্টি হাসিতে ভরা একটি মুখ। তাঁর অভিনয়, কথা বলার ধরণ, এমনকি উপস্থাপনা সবেতেই যেন তিনি ১০ এ ১০। তাঁর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই বৈকি। তবে, তাঁর আপাতত স্টাইল নিয়ে অনেককিছু বলার আছে বৈকি।
টলিউডে সকলের প্রিয় অপাদি হিসেবেই তিনি বেশি পরিচিত। কখনও নাচ-গান বা কখনও আবার নিজের ছবির প্রমোশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাঁকে। অপাদি র কিন্তু ফ্যান ফলোয়িংও প্রচুর ৷ আর তাই তো ফ্যানেদের জন্য ইনস্টাগ্রামে তিনি সদা তৈরি।
সম্প্রতি অপরাজিতা আঢ্য তাঁর ইনস্টাগ্রামে নতুন এক ভিডিও আপলোড করেছেন, যেখানে তাকে মাথায় লাল টুপি পরে স্টাইলিশ পোশাকে চুল এলিয়ে স্লোমো করতে দেখা যাচ্ছে। তাঁর এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা কমেন্টে লিখছেন, ‘আমার প্রিয় নারী। অনেকে তো আবার কমেন্ট সেকশন ভালবাসার সাইনে ভরিয়ে দিয়েছেন।
লকডাউনে বাড়িতে বসে অভিনেত্রী বেশ কিছু ফিল্মের শুটিং সেরেছিলেন। যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কিন্তু, তারপরই লক্ষীপুজোর আগে দিয়ে করোনায় আক্রান্ত হন অভিনেত্রী। কিন্তু করোনা তাঁর সেই মিষ্টি হাসি মলিন করতে পারেনি। তিনি সর্বদাই সাহসের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়ে গেছেন। আর এখন তিনি পুরোদমে কাজে যোগ দিয়েছেন।
তবে, তাঁর এই ভিডিও দেখে রীতিমত অবাক নেটিজেনরা। তাঁদের প্রিয় অপাদি কে এমন স্টাইলিশ পোশাকে স্লো মোশন করতে দেখে রীতিমতো বাকরুদ্ধ সবাই। সম্প্রতি তাঁর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।