×
Entertainment

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বউকে চেনেন? অভিনেতার কাছের মানুষ তিনি, রইলো তার ছবি!

গতকালই প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বর্তমান যুগের একজন লিভিং লিজেন্ড ছিলেন বলা যেতে পারে। তার জ্ঞানের পরিধি ছিল অনেকটাই। তার মতো একজন লিজেন্ডকে হারানো গোটা চলচ্চিত্র জগত থেকে শুরু করে সাধারণ মানুষের যে বিরাট বড় ক্ষতি তা আর বলার অপেক্ষা রাখে না।

ADVERTISEMENT

তবে, আমরা তাঁকে হারালেও তার কাজের মধ্যে দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখবো সারাজীবন। তিনি এমন একজন ব্যাক্তিত্ব যার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এমনিতেই। তিনি তার কাজের মাধ্যমে মানুষের মন এতটাই জয় করে নিয়েছিলেন যা চির অবিনশর।

১৯৬০ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাদের ভালোবাসা বর্তমান সময়ের প্রেমিক-প্রেমিকাদের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। জনপ্রিয় এই অভিনেতার দুই সন্তান। এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম সৌগত চট্টোপাধ্যায় আর মেয়ের নাম পৌলমী চট্টোপাধ্যায়।

পৌলমী চট্টোপাধ্যায় তাঁর বাবার মতোই একজন দক্ষ শিল্পী। বর্তমান সময়ের একজন বিখ্যাত নাট্য ব্যাক্তিত্ব তিনি। তাঁর বাবার মতোই তিনি অভিনয় দিয়ে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে নানান পুরস্কার।

২০০৪ সালে পৌলমী পদ্দ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি জাতীয় পুরস্কার পান। তবে, এখানেই শেষ নয়। তিনি দাদা সাহেব ফালকে সম্মানেও ভূষিত হন। তার ঝুলিতে এমন আরও অনেক পুরস্কার রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় তার মেয়েকে খুবই ভালোবাসতেন।

সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা ছিলেন যিনি এই নতুন প্রজন্মের অভিনেতা- অভিনেত্রী দের সঙ্গে সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারতেন। তার এই প্রতিভা কোন দিনই হারিয়ে যাওয়ার নয়। তবে, সময়ের স্রোতে আমাদের প্রিয় ‘ফেলুদা’এখন আমাদের থেকে অনেক দূরে। তবে, তার কাজ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। সকলের মনের মণিকোঠায় আজীবন বেঁচে থাকবেন তাঁদের প্রিয় ‘অপু’

ADVERTISEMENT

Related Articles