Entertainment

না ফেরার দেশে চলে গেলেন সাহেব চট্টোপাধ্যায়ের কাছের মানুষ, শোকের ছায়া অভিনেতার জীবনে

আচমকাই বোনকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)! শোকে কাতর অভিনেতা। বাংলা টলি ও টেলি দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে সাহেব চট্টোপাধ্যায়কে আমরা সকলেই চিনি। তার অভিনয়েও আমরা মুগ্ধ সকলেই। সম্প্রতি এবার তার পরিবারে নেমে এল শোকের ছায়া। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল তার বোনের। মঙ্গলবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন অভিনেতা।

তার পোস্ট তিনি রক্তের জন্য আর্জি জানিয়েছিলেন। আর সেইমতোন অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু অবশেষে আর শেষরক্ষা হল না। মঙ্গলবার রাত ১টা নাগাদ তার বোনের মৃত্যু হয়। কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলেন অভিনেতা। আর সেখান থেকে ফিরে সোজা পৌঁছে যান হাসপাতালে। অনেক চেষ্টাও করেছিলেন বোনকে বাঁচানোর। কিন্তু মাত্র দুদিনের মধ্যেই নিভে গেল একটি প্রাণ।

আসলে সাহেবের মাসির মেয়ে। কিন্তু মানুষ হয়েছেন তাদের বাড়িতেই। ছোট বেলায় মেয়েটির বাবা-মা মারা যাওয়ার পর সাহেবের মায়ের কাছেই মেয়েটি থাকতেন। কিন্তু হঠাৎ যে এমন ঘটে যাবে সেকথা অভিনেতা কল্পনাও করতে পারেননি। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাহেব বলেছেন যে, ও আমার মাসির মেয়ে। ওর দুমাসের একটি মেয়েও আছে। মাকে মেয়েকে দেখাবে বলেই দিল্লি থেকে কলকাতায় এসেছিল।

সঙ্গে অভিনেতা আরও যোগ করেন যে, মাত্র ৪০ বছর বয়স ছিল। ডেঙ্গু হওয়ার পর দু’দিনে মাল্টিঅরগ্যান ফেল করে গেল। কিছু বুঝতেই পারলাম না। এখন বাড়ি ফিরেছি। আপাতত ওর মেয়ে আমার বন্ধুর বউয়ের কাছে রয়েছে। ওর স্বামী নয়ডায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন। তিনিও খুব ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন সাহেব।