বয়স ৫০ ছুঁইছুঁই হলেও ধরে রেখেছেন গ্ল্যামার, প্রতিদিন এই কাজ করে নিজের যৌবন ধরে রেখেছেন রচনা

টলিউডের (Tollywood) হট ডিভা বলতে যাকে একনামে সবাই চেনেন তিনি হলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। একসময় চুটিয়ে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে, একটা সময়ের পর সেই পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন। কিন্তু, বড় পর্দায় যেভাবে তিনি সকলের মন জয় করেছিলেন, ঠিক তেমনই ছোট পর্দায়ও সকলের মন জয় করে নিয়েছেন।
বিকেল ৫ টা বাজলেই জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ নিয়ে সকলের ড্রইং রুমে হাজির হয়ে যান তিনি। ছোট পর্দায় তাঁর লুক থেকে শুরু করে স্ক্রিনে উপস্থাপনা সবেতেই তিনি নজর কেড়েছেন দর্শকদের। এককথায় তিনি হলেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। সকল দিদিদের ইন্সপিরেশন। তাঁকে ছাড়া এই শো প্রায় অচল বলা চলে। বয়স তার চল্লিশের কোঠায়। কিন্তু তারপরেও তার গ্ল্যামারে বুঁদ পুরুষ ফ্যানেরা।
View this post on Instagram
ব্যাক্তিগত জীবন সহ কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই নিত্যনতুন লুকে ঝড় তোলেন। তবে, এই বয়সে এসেও তার রূপের রহস্য কি তা অনেকের কাছেই অজানা। চলুন আজ বলবো তার সেই রূপের রহস্যের কথা।
১.খাদ্যভাস
মানুষের সুস্বাস্থ্যের অন্যতম একটি মাধ্যম হল খাবার। বাস্তব জীবনে রচনা খুব নিয়মের মধ্যে থাকেন। আর তাইতো তিনি রোজদিন লাউয়ের জুস ও উচ্ছের জুস খেয়ে থাকেন। এছাড়া প্রচুর শাকসবজি ও ফল তো রয়েছেই। আর সেটাই তার সুন্দর থাকার অন্যতম চাবিকাঠি।
২.জল
নিজেকে সুস্থ ও সুন্দর রাখার জন্য রচনা রোজ পর্যাপ্ত পরিমাণে জল পান করেন। অতিরিক্ত জল খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। যারফলে ত্বকের জেল্লা ফুটে ওঠে।
View this post on Instagram
৩.চুল ও ত্বকের যত্ন
রচনা প্রতিদিন চুল ও ত্বকের যত্ন নেন। বাইরে বেরোলেই সানস্ক্রিন মাখেন। এছাড়া স্ক্রাবিং, টোনিং তো রয়েছেই। এছাড়াও চুলের জন্যও নেন বিশেষ কেয়ার।
View this post on Instagram
৪.মানসিক যত্ন
স্কিনকে সুন্দর উজ্বল রাখতে গেলে নিজেকে টেনশন ফ্রি রাখতে হবে। কেননা টেনশন থেকেই আসে শারীরিক স্থুলতা।
এভাবেই নিজেকে নিয়মিত মেনটেন করেন অভিনেত্রী। যারফলে আজও তার রূপের প্রেমে পাগল হাজারও পুরুষ।