আর নয় লুকোচুরি! সুহত্রকে লেখা লাভ লেটার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া

তারকাদের মতিগতি বোঝা বড় দায়। বরাবরই রহস্য তৈরি করতে তারা বেশ ভালোই পারেন। আর তাইতো এই রহস্যের গন্ধেই তাদের পিছু দৌড়ে বেড়ায় পাপারাজ্জিরা। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), বাংলা সিনে দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী। সিরিয়াল বলুন বা সিনেমা অথবা ওয়েব সিরিজ সব জায়গাতেই তার সাফল্য আকাশছোঁয়া। বয়স নেহাত বেশি নয়। কিন্তু এই বয়সে তার সাফল্য দেখে ঈর্ষা হয় অনেকেরই।
View this post on Instagram
কিছুদিন ধরে এই অভিনেত্রীর প্রেমের খবরে সরগরম গোটা নেটপাড়া। হঠাৎই একদিন সুহত্ৰ মুখোপাধ্যায়ের (Suhotra Mukherjee) সঙ্গে ছবি শেয়ার করে দিতিপ্রিয়া লিখেছেন যে, ‛ইটস অফিসিয়াল’। আর তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পরে চারিদিকে। যদিও অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেক পুরুষ ভক্তদেরই মন ভেঙেছিল। আবার অনেকেই বেশ খুশি হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই আগুনে খানিকটা ঘি পড়লো।
View this post on Instagram
আর সেটা অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও দেখে। বুধবার পোস্ট করা দিতিপ্রিয়ার ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ঘরের মধ্যেই ফোন হাতে ঘোরাফেরা করছেন অভিনেত্রী। শেষে অস্থির হয়ে মোবাইল ছেড়ে ডাইরি হাতে চিঠি লিখতে বসলেন। কিন্তু কাকে চিঠি লিখেছেন অভিনেত্রী? লিখতে লিখতেই বলছেন আজকাল আর চিঠি না লিখলেও প্রথম লেখা চিঠির কথা আজও ভুলতে পারেন না।
View this post on Instagram
প্রিয় বন্ধুর শহর ছেড়ে চলে যাওয়ার আগে লেখা সেই চিঠি। যদিও আজও তার উত্তর পাননি। কিন্তু আজ কেন কলম তুলে নিয়েছেন কেন চিঠি লিখতে বসেছেন তা নিজেও জানেন না। শুধু জানেন কিছু কথা লিখে রাখা ভালো। কিছু কথা মুখে বলা যায় না। আর এই ভিডিও দেখেই সকলের অনুমান তাহলে কি সুহত্ৰর জন্য এই চিঠি লিখছেন দিতিপ্রিয়া? লেখক তথা পরিচালক অভ্ৰজিৎ সেনও কমেন্টে দিতিপ্রিয়া ও সুহত্ৰকে ট্যাগ করেছেন।
View this post on Instagram
রিয়েল লাইফে দিতিপ্রিয়া ও সুহত্ৰ প্রেম করছেন কিনা সেটা নিয়ে খানিকটা দোটানা থাকলেও রিল লাইফে কিন্তু তাদের একসঙ্গে প্রেম করতে দেখা যাবে। আসলে দিতিপ্রিয়ার আসন্ন ওয়েবসিরিজের নাম ‛ডাকঘর’। আর সেখানেই দিতিপ্রিয়ার বিপরীতে দেখা মিলবে সুহত্ৰর। গ্রাম্য মেয়ের সঙ্গে প্রেম করতে দেখা যাবে শহরের ছেলেকে। আর সেই কারণেই হয়তো রহস্য তৈরি করতে এমনই সব পোস্ট করে চলেছেন অভিনেত্রী।
আসলে আজকালকার ডিজিটাল যুগে এইসব পোস্ট হামেশাই হয়ে থাকে। আর যা দর্শক মনে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। তবে, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সুহত্ৰ ও দিতিপ্রিয়া দুজনেই। তাদের বক্তব্য ‛সময় এলেই সব সামনে আসবে’। এখন শুধু সময়ের অপেক্ষা।