হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, বাচ্চাদের সঙ্গে দুর্দান্ত নাচ ‘ইন্দিরা’ তিয়াসার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‛হাট্টি মাটিম টিম’ গানে ‛বাংলা মিডিয়াম’ টিমের সঙ্গে রিল ভিডিওতে মাতলো নায়িকা ইন্দিরা। সদ্যই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‛বাংলা মিডিয়াম’। আর এই সিরিয়ালের হাত ধরেই আবারও একবার টিভির পর্দায় ফিরে এসেছে জনপ্রিয় নীল-তিয়াশা (Neel-Tiyasha) জুটি।
View this post on Instagram
‛কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকেই তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শকেরা। আর এবারে নতুন রূপেও তাদের আগের মতোন করেই গ্রহণ করেছেন নেটিজেনরা। এমনকি ধারাবাহিকের প্রায় পর্বই বেশ প্রশংসা কুড়োয় দর্শক মহলে। একটা সময় ধারাবাহিকের প্রোমো ব্যাপক ট্রোলের মুখে পড়েছিল। তবে, বর্তমানে সেই ধারাবাহিকের পর্ব টেলিকাস্ট হতেই দর্শকেরা ভরাচ্ছেন প্রশংসায়।
View this post on Instagram
ধারাবাহিকের গল্প অনুযায়ী গ্রামের মেয়ে ইন্দিরা বাংলা মিডিয়ামে পরে বলে বিয়ে ভেস্তে দেয় বর মশাই। আর সেই শোকে মারা যায় ইন্দিরার বাবা। এরপরই শহরের নামকরা স্কুলে চাকরির পরীক্ষা দিতে হাজির হয় সে। আর সেখানেই বাকি সকলের সঙ্গে ইন্টারভিউ টেবিলে হাজির থাকেন গল্পের নায়ক। সেখানেই তাদের প্রথম দেখা হয়।
শুরু থেকেই বাংলা ও ইংরেজি নিয়ে বেশ রেষারেষও দেখা যায়। আর যা বেশ উপভোগ করছেন দর্শকেরা। আর এবার সেই বাংলা মিডিয়ামের বাচ্চাদের দিয়ে রিল ভিডিওতে মাতলেন ইন্দিরা ওরফে তিয়াশা। সম্প্রতি তিয়াশা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই শেয়ার করেছেন এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে ইন্দিরা। আর তাকে ঘিরে বেশ কিছু ছেলে-মেয়ে।
View this post on Instagram
ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛হাট্টি মাটিম টিম’ গান। আর সেই গানের তালেই নেচে চলেছেন তারা। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন যে, ‛বাংলা মিডিয়াম’। সম্প্রতি তাদের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।