Tiyasha Lepcha: শাড়ি ছেড়ে স্বল্প পোশাকে উদ্দাম নাচ ‘বাংলা মিডিয়াম’-এর শিক্ষিকার, ভাইরাল ভিডিও

তামিল ‛Tum Tum’ গানে নেচে এবার রিল ভিডিওতে তাক লাগালেন অভিনেত্রী তিয়াশা রায়। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন। আর প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেন।
View this post on Instagram
তবে, সিরিয়াল শেষ হওয়ার পর থেকে নিজের ব্যাক্তিগত জীবন নিয়েই বারংবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে তিয়াসা ও সুবানের (Tiyasha – Suban)। এখন তারা কেবল একে অপরের বন্ধু। তবে, ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ ঘটেছে সেই প্রসঙ্গে বারবার উঠে এসেছে তৃতীয় ব্যাক্তির প্রসঙ্গ।
View this post on Instagram
গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। অভিনয়ের যাবতীয় কিছু সুবানের থেকেই শিখেছেন। কিন্তু সেই স্বামীর সঙ্গেই ডিভোর্স হওয়ার পর বারংবার তিয়াশাকে কটূক্তি সহ নানান প্রশ্নের সম্মুখে পড়তে হয়েছে। যদিও সেসব নিয়ে কোনোদিনই তেমন পাত্তা দেননা তিয়াসা। তবে, প্রাক্তন স্বামী সুবানের প্রতি কৃতজ্ঞতা রেখেই তিনি নিজের জীবন পথে এগিয়ে যেতে চান।
বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ‛ইন্দিরা’ চরিত্রে দেখা যাচ্ছে। অল্প দিন হল ধারাবাহিকটি শুরু হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সিরিয়ালে দেখানো গল্প বেশ প্রশংসা পাচ্ছে দর্শকমহলে। আর এই ধারাবাহিকে হাত ধরেই আবারও একবার টিভির পর্দায় ফিরে এসেছে নীল-তিয়াসা জুটি। সিরিয়ালে গ্রামের মেয়ে ইন্দিরা সাদামাটা দুপাশে বিনুনি করা শাড়ি লুকে ধরা দিলেও বাস্তবের তিয়াসা কিন্তু একেবারেই উল্টো।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ তিয়াসা। কখনও ফটোশ্যুটে আবার কখনও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি তিয়াসা (Tiyasha Lepcha) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে তাকে তামিল ‛Tum Tum’ গানে নাচতে দেখা যাচ্ছে। পরণে নীল রঙের ওয়েস্টার্ন ড্রেস। চোখে সানগ্লাস ও পায়ে হাই হিল। ছাদের ওপর নিজের মতো করে নেচে চলেছেন। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে কয়েকটি নীল রঙের হার্টের ইমোজি শেয়ার করেছেন। সম্প্রতি তিয়াশার নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।