শাড়ি ছেড়ে স্বল্প পোশাকে ‘বাংলা মিডিয়াম’-র শিক্ষিকা ইন্দিরার, দুর্দান্ত নেচে ঝড় তুললেন তিয়াশা, ভাইরাল ভিডিও

‛Majnu Banke Ghoom Raha Hai’ গানে ফের রিল ভিডিওতে নেটিজেনদের নজর কাড়লেন তিয়াশা। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)। জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন। আর প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেন।
View this post on Instagram
তবে, সিরিয়াল শেষ হওয়ার পর থেকে নিজের ব্যাক্তিগত জীবন নিয়েই বারংবার উঠে এসেছেন সংবাদের শিরোনামে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে তিয়াসা ও সুবানের (Tiyasha – Suban)। এখন তারা কেবল একে অপরের বন্ধু। তবে, ঠিক কি কারণে তাদের বিচ্ছেদ ঘটেছে সেই প্রসঙ্গে বারবার উঠে এসেছে তৃতীয় ব্যাক্তির প্রসঙ্গ।
গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। অভিনয়ের যাবতীয় কিছু সুবানের থেকেই শিখেছেন। কিন্তু সেই স্বামীর সঙ্গেই ডিভোর্স হওয়ার পর বারংবার তিয়াশাকে কটূক্তি সহ নানান প্রশ্নের সম্মুখে পরতে হয়েছে। যদিও সেসব নিয়ে কোনোদিনই তেমন পাত্তা দেননা তিয়াসা। তবে, প্রাক্তন স্বামী সুবানের প্রতি কৃতজ্ঞতা রেখেই তিনি নিজের জীবন পথে এগিয়ে যেতে চান।
View this post on Instagram
বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ‛ইন্দিরা’ চরিত্রে দেখা যাচ্ছে। অল্প দিন হল ধারাবাহিকটি শুরু হয়েছে। পর্দায় তিয়াশা সাদামাটা লুকে ধরা দিলেও বাস্তবে বেশ মর্ডান। সম্প্রতি তিয়াশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ‛Majnu Banke Ghoom Raha Hai’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে ডেনিম ওয়ান পিস ও তার উপর কালো স্রাগ। চোখে রোদ চশমা।
View this post on Instagram
ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন ‛বিরিয়ানী কম খাও ভুঁড়িটা কম খাও’। আবার কেউ হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তিয়াশার এই ভিডিও।