×
Entertainment

স্বল্প পোশাকে উন্মুক্ত নাভি, বোল্ড লুকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

একসময়ের স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মা’ তে দেখা গিয়েছিল তাকে। তবে, এর আগে অবশ্য সে অভিনয় করেছে বাংলা সিনেমায়। তাও আবার খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সঙ্গে। বুম্বাদার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সিনেমায় বুম্বাদা তাঁকে ভালোবেসে বন্ধু নামেই ডাকতো।

তবে, ‘মা’ সিরিয়ালে তার নাম ছিল ঝিলিক। তার ভালো নাম অবশ্য তিথি বসু। ‘মা’ সিরিয়ালে ছোট্ট ঝিলিকের অভিনয় দর্শকদের নজর কাড়ে। আর এই সিরিয়ালই তাকে সাফল্য এনে দিয়েছে জীবনে। এপার বাংলা ও ওপার বাংলা এই দুই বাংলার মানুষের কাছেই বেশ জনপ্রিয় ছিল এই সিরিয়ালটি। আর তার চেয়েও বেশি জনপ্রিয় ছিল ছোট্ট ঝিলিক। এই সিরিয়ালটি দিয়ে ঝিলিক অর্থাৎ তিথি সকল মা-ঠাকুমাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল।

ADVERTISEMENT

তবে, সেই ঝিলিক আর ছোট্টটি নেই এখন। সময়ের সঙ্গে সঙ্গে বয়সের গন্ডি পেরিয়ে সে এখন টিনেজারদের দলে নাম লিখিয়েছে। সম্প্রতি সে টুকটাক মডেলিংও শুরু করেছে। নিয়মিত ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে ভালোবাসে তিথি।

তেমনই সম্প্রতি সে একটি ফটো আপলোড করেছে তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে। তাতে তিথিকে দেখা যাচ্ছে একটি বেবি পিঙ্ক রঙের টপে। তবে টপটিকে কিছুটা গুটিয়ে স্টাইল করেছে তিথি। যার ফলে পেট খোলাই রয়েছে। চুল ছেড়ে একপাশে নিয়ে বেশ নিজের ভঙ্গিমায় ছবিটি তুলেছে তিথি। কিছুদিন আগেও খোলা পিঠে নিজের ভঙ্গিমায় সে ফটো তুলে আপলোড করেছিল সোশ্যাল মিডিয়ায়।

বয়সের সঙ্গে সঙ্গে তার ফ্যাশন সম্পর্কেও আইডিয়া বেড়েছে। তাঁর ভিডিও এবং ফটোশ্যুট দেখলে বোঝা যায় যে, ভবিষ্যতে সে বড় করে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তা সে নিজেই জানিয়েছে। তার ফটোশুট রীতিমত নজর কাড়ে সবার। সম্প্রতি তিথির পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ADVERTISEMENT

Related Articles