Tithi Basu: ‘তো কী করব, মরে যাব?’, দেবায়ুধের সঙ্গে ব্রেক-আপ নিয়ে মুখ খুললেন ‘ঝিলিক’ তিথি বসু

‛তো কি করব, মরে যাব?’ প্রেমভাঙা প্রসঙ্গে সপাট জবাব ঝিলিক ওরফে তিথির। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একসময় ‛মা’ সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর আর সেভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। সেই ছোট্ট ঝিলিক ওরফে তিথি বসু (Tithi Basu) একসময় শিশুশিল্পী হিসেবে পর্দায় কাজ করলেও এখন তিথি যুবতী।
View this post on Instagram
আশুতোষ কলেজ থেকে সাইকোলজি অনার্স করছেন। যারা অভিনেত্রীকে চেনেন তারা নিশ্চই জানেন যে, ক্রিকেটার দেবায়ুধ পালের (Debayudh Paul) সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। নিজের প্রেম নিয়ে বরাবরই খুল্লামখুল্লা ঝিলিক। তবে, সেই সম্পর্ক এখন অতীত। বিয়ের মরসুমের মাঝেই গত ডিসেম্বরে প্রেম ভেঙেছে ঝিলিকের। যা তিনি নিজের মুখেই জানিয়েছেন।
View this post on Instagram
বর্তমানে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ব্রেকআপের পর তাকে একেবারেই ভেঙে পড়তে দেখা যায়নি। আর সেই নিয়ে নেটিজেনরা কম কটাক্ষ করেননা। তবে, সম্প্রতি এবার ইউটিউব চ্যানেলে এসে নিজের ভাঙা প্রেম নিয়ে মুখ খুলেছেন তিথি। গত ২৪ ডিসেম্বর তিথির জন্মদিন ছিল। আর সেই উপলক্ষে দেবায়ুধ একটি রোমান্টিক পোস্টও করেছিলেন।
View this post on Instagram
আর তারপরদিনই অভিনেত্রী একটি পোস্ট করে লিখেছিলেন যে, ‛আমি আর দেবায়ুধ মিলে এই সম্পর্কটা আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি’। আর তখন জানা গিয়েছিল পরিবারের হস্তক্ষেপের কারণে ভাঙছে তাদের সম্পর্ক। আর এবার তিথি ইউটিউব চ্যানেলে এসে জানান যে, ‛কোনো সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভালো চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না’।
View this post on Instagram
তবে, বর্তমানে ঝিলিক ও দেবায়ুধ একে অপরের সব ছবি মুছে ফেলেছেন। এমনকি তারা একে অপরকে আনফলো করেছেন। আপাতত আর অতীতে ফিরে তাকাতে চাননা তিথি। আগামী দিনে তার অভিনয় কেরিয়ারকেই মূল ফোকাস হিসেবে নিতে চান। সম্পর্ক ভাঙা নিয়েই একেবারেই ভেঙে পড়েননি অভিনেত্রী। বরং নিজের মতো করে আনন্দ উল্লাসে সময় কাটাচ্ছেন। আর সেটা নিয়েও তাকে কম ট্রোলিং হতে হয়নি। যার জবাবে তিথি বলেছেন যে, ‛তো কি করব, মরে যাব?’। আপাতত সব ভুলে কেরিয়ারই ঝিলিকের মূল লক্ষ্য হতে চলেছে।