Entertainment

এবার একসাথে মাকে খোঁজা হবে! অবশেষে বহুদিন পর ভাইকে খুঁজে পেলেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক

Advertisement

গল্ফগ্রিনের রাস্তায় নিজের হারানো ভাইকে খুঁজে পেলেন ‛মা’ ধারাবাহিকের ঝিলিক! একসময় স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় ‛মা’ সিরিয়ালের কথা আশাকরি কারোর অজানা নয়। বিগত ১৪ বছর আগে শুরু হয়েছিল এই সিরিয়াল। এমনকি টানা পাঁচ বছর চলেছিল। আর এই সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনজয় করে নিয়েছিলেন শিশুশিল্পী তিথি বসু (Tithi Basu)।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

মূলত মা-মেয়ের একে অপরকে খোঁজার কাহিনী নিয়ে গড়ে উঠেছিল এই সিরিয়াল। মায়ের ভালোবাসা না পাওয়ার কষ্ট যে কি তা ছোট্ট ঝিলিক যেন রন্ধে রন্ধে বুঝিয়ে দিয়েছিল সকলকে তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে। আর এই সিরিয়ালই তাকে সাফল্য এনে দিয়েছে জীবনে। এপার বাংলা ও ওপার বাংলা এই দুই বাংলার মানুষের কাছেই বেশ জনপ্রিয় ছিল এই সিরিয়ালটি। আর তার চেয়েও বেশি জনপ্রিয় ছিল ছোট্ট ঝিলিক (Jhilik)।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

তবে, ছোট্ট ঝিলিক এখন আর ছোট্টটি নেই। সে এখন কলেজ পাশ করা যুবতী। আর এই মা সিরিয়ালেই ঝিলিকের ভাইয়ের(বিল্টু) চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ দাস (Ayush Das)। সেও এখন স্কুল পাশ করে গিয়েছে। কাজের সুবাদে একটা সময় একে অপরের সঙ্গে রোজ দেখা হলেও এখন আর তা হয়না। তবে, এবার হঠাৎ করে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল দিদি ঝিলিকের।

 

View this post on Instagram

 

A post shared by Ayush Das (@ayush_das_official)

এদিন ভাইয়ের সঙ্গে তোলা একটি ছবি ঝিলিক ওরফে তিথি শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)! অবশেষে দিদিকে খুঁজে পেল তার ভাই! এ ্বার একসঙ্গে মাকে খোঁজা হবে! অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গিয়েছে বুঝিনি’।

এছাড়াও অভিনেত্রী তিথি জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‛আচমকাই ভাইয়ের সঙ্গে দেখা। তিন বছর পর যেন পুরোনো ভাইকে খুঁজে পাওয়া। গল্ফগ্রিনে চা খেতে গিয়েছিলাম। সেখানেই দেখা হল। প্রচুর আড্ডা হয়েছে। শুটিংয়ের সময়ে বিভিন্ন ঘটনার কথা মনে পড়ছিল’।