অভিষেক, রণবীর থেকে করণ, সেই সমস্ত বলি তারকা যারা স্ত্রীর মঙ্গলের জন্য উপোসও থাকেন

বলিউড মানেই হাজারও এক সম্পর্কের উত্থানের কাহিনী যেমন শোনা যায় তেমনই আবার পতনের কাহিনীও শোনা যায়। তবে, এরই মধ্যে এমন কিছু দম্পতি আছেন যারা কিনা বিয়ের বেশ কিছু বছর পেরিয়ে যাওয়ার পরেও একে অপরকে চোখে হারান। এমনকি স্ত্রীর মঙ্গলের জন্য উপোসও রাখেন। চলুন দেখে নেওয়া যাক তারা কারা।
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : বলিউডের পাওয়ার কাপেল হলেন অভিষেক ও ঐশ্বর্য। প্রায় এক দশক আগে তারা জুটি বেঁধেছিলেন। বাঁধা পড়েছেন বিয়ের মতো এক পবিত্র বন্ধনে। বিয়ের সময় অভিষেক শপথ নিয়েছিলেন যে, প্রতিবছর তিনি করওয়া চৌথ পালন করবেন।
আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) : আয়ুষ্মান খুরানা এমন একজন মানুষ যিনি কিনা নারী-পুরুষের সমান সমতায় বিশ্বাসী। নারীরাই শুধু ব্রত পালন করবে সেটা তিনি মানেন না। তার স্ত্রী তাহিরা কাশ্যপ ক্যান্সার আক্রান্ত ছিলেন। সেই কারণে তিনি উপোস করতে পারতেন না। আর তাই স্ত্রীয়ের সুস্থতা কামনা করে আয়ুষ্মান উপোস করতেন।
রণবীর সিং (Ranveer Singh) : রণবীর ও দীপিকা প্রতিবছর একে অপরের মঙ্গল কামনায় উপোস করে থাকেন। তবে, রণবীর শুধু উপোস করেন তাই নয় দীপিকার নামে হাতে মেহেন্দিও করেন।
করণ সিং গ্রোভার (Karan Singh Grover) : করণ সিং ও বিপাশার প্রেম কাহিনী আশাকরি নতুন করে বলার কিছু নেই। তারাও দুজন একে অপরের মঙ্গল কামনায় উপোস রাখেন।
বিরাট কোহলি (Virat Kohli) : জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রেম কাহিনী প্রায় সকলেরই জানা। বিরাট কোহলি নাকি বিয়ের পর প্রায় প্ৰতিদিনই স্ত্রীর জন্য উপবাস রাখেন। কেননা, তিনি নাকি অনুস্কাকেই ৭ জন্ম নিজের স্ত্রী হিসেবে পেতে যান।
রাজ কুন্দ্রা (Raj Kundra) : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা কিছুদিন আগেই নীল ছবি বানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। তবে, স্ত্রী অন্ত প্রাণ রাজ কুন্দ্রা প্রতিবছর শিল্পার জন্য করওয়া চৌথ পালন করেন।