Advertisement
Entertainment

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা

Advertisement
Advertisements

বলিউডের (Bollywood) সিনেমার পর্দায় আমরা ভালোবাসার জন্য অনেক লড়াইয়ের কাহিনী দেখেছি। কিন্তু জানেন কি বাস্তব জীবনেও এমন অনেক বলি সেলেব আছেন যারা ভালবাসার জন্য লড়াই করেছেন। এমনকি তারা ভালোবাসা টিকিয়ে রাখতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে পর্যন্ত করেছিলেন। যদিও তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা আজ ডিভোর্সী। ভালোবাসার জন্য এত লড়াই করেও তারা আজ একসঙ্গে থাকেন না।

কিন্তু আবার এমন অনেকে আছেন যারা সব ঝড়-ঝঞ্ঝাট পেরিয়েও বছরের পর বছর ধরে একসঙ্গে রয়েছেন। আজ বলিউডের এমনই ৫ সেলেবের কথা বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা।

Advertisements

১.শক্তি কাপুর-শিবাঙ্গি কোলহাপুরী (Shakti Kapoor-Shivangi Kolhapure)

Advertisements

বলিউডের সিনেমায় কমেডি হোক বা খলনায়কের চরিত্র দুটোতেই যিনি সমান দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষমতা রাখেন তিনি হলেন শক্তি কাপুর। ১৯৮২ সালে শিবাঙ্গি কোলহাপুরীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন অভিনেতা। দুই পরিবারের সদস্যরা তাদের বিয়েতে রাজি ছিলেন না। আর সেই কারণেই তারা ভালোবাসাকে জেতাতে এই পথ বেছে নেন।

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা

২.আমির খান-রীনা দত্ত (Amir Khan-Reena Dutta)

মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে আমির খানের নাম প্রথমেই উঠে আসে। তবে তার ব্যক্তিগত জীবন কিন্তু একেবারেই পারফেক্ট নয়। প্রতিবেশী রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। কিন্তু ভিন্ন ধর্মের কারণে উভয় পরিবারের সদস্যরা কেউই তাদের বিয়েতে রাজি ছিলেন না। এরপর রীনাকে নিয়ে পালিয়ে যান আমির। এমনকি বিয়েও করেন। তাদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ১৬ বছর একসঙ্গে থাকার পরেও অবশেষে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা

৩.মন্দিরা বেদী-রাজ কৌশল (Mandira Bedi-Raj Kaushal)

পরিবারের অমতে গিয়ে রাজ কৌশলকে বিয়ে করেছিলেন মন্দিরা বেদী। এরপর বিয়ে হওয়ার পরে তারা তাদের পরিবারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নিজেদের স্থানে তারা অনড় ছিলেন। তবে, দুর্ভাগ্যবশত ২০২১ সালে রাজ কৌশল মারা যায়।

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা

৪.দেবিনা-গুরমিত (Debina-Gurmeet)

‛রামায়ণ’ সিরিয়ালের রাম ও সীতা ছিলেন গুরমিত ও দেবিনা। সিরিয়াল চলাকালীনই তারা পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। এমনকি গুরমিত বলেছিলেন যে, তারা ‛সাথিয়া’ সিনেমার স্টাইলে পালিয়ে গিয়েছিলেন। এরপর পরিবারের সদস্যরা তাদের এই বিয়ের কথা জানার পর ২০১১ সালে তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন।

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা

৫.অর্চনা পুরাণ সিং-পারমিত সিং (Archana Puran Singh-Parmit Singh)

ডিভোর্সী অর্চনা পালিয়ে গিয়ে পারমিতকে বিয়ে করেন। কিন্তু তাদের এই বিয়ে মেনে নেয়নি তাদের পরিবার। আর সেই মুহূর্তে তাদের পালিয়ে গিয়ে বিয়ে না করা ছাড়া উপায়ও ছিলনা বলেই তাদের মত।

শক্তি কাপুর থেকে আমির খান, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন যে সমস্ত বলি তারকারা