ভালোবাসা নয়, টাকা পয়সার মোহ! সেই সমস্ত বলি নায়িকা যারা বিয়ে করেছেন কোটিপতি ব্যক্তিদের

বলিউডের জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর। একেরপর এক সুন্দরী অভিনেত্রীদের রূপের মোহতে বুঁদ হয়ে থাকেন সকলেই। তাদের যেমন ফ্যান ফলোয়াররের অভাব নেই, তেমনই অভাব নেই টাকা পয়সার। কিন্তু তারপরেও কিছু অভিনেত্রী আছেন যারা কিনা কোটিপতিদের বিয়ে করেছেন। আদেও কি তাদের ভালোবেসে বিয়ে করেছেন নাকি টাকার জন্য সে বিতর্ক তোলা থাক। চলুন তবে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই সুন্দরীদের নাম।
১.শিল্পা শেট্টি (Shilpa Shetty)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। লন্ডন খ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে তিনি বিয়ে করেছেন। রাজের মোট সম্পত্তির পরিমান ৫৫০ মিলিয়ন ডলার। রাজ শিল্পাকে একটি বিলাস বহুল বাংলো উপহার দিয়েছেন।
২.সোনাম কাপুর (Sonam Kapoor)
বলিপাড়ার সুপরিচিত একজন অভিনেত্রী তথা অনিল কাপুরের মেয়ে হলেন সোনাম কাপুর। ২০১৮ সালে ইউকের ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন। আনন্দের মোট সম্পত্তির পরিমান ৪৭৭৩ কোটি টাকা। বর্তমানে সোনাম এক সন্তানের মা।
৩.জুহি চাওলা (juhi Chawla)
একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন জুহি চাওলা। ১৯৯৫ সালে কেরিয়ারে ব্রেক দিয়ে তিনি অত্যন্ত জনপ্রিয় বিজনেজ ম্যান জয় মেহেতাকে বিয়ে করেন। জুহি জয়ের দ্বিতীয় স্ত্রী।
৪. বিদ্যা বালান (Vidya Balan)
বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন বিদ্যা বালান। তিনি কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান ও জনপ্রিয় প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ২০১২ সালে বিয়ে করেন। তার মোট সম্প্রতির পরিমান ৯০ কোটি টাকা।
৫. অসিন থত্তমকাল (Asin Thottumkal)
দক্ষিণী ও বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী কেরিয়ারে তেমন একটা সফল হতে পারেননি। ২০১৬ সালে তিনি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন। তারপর থেকে অভিনেত্রীকে আর সিনেমার পর্দায় দেখা যায়নি। আসিনের স্বামী রাহুলের মোট সম্পত্তির পরিমান ১৪৫০ কোটি টাকা।