Advertisement
Entertainment

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

Advertisement
Advertisements

বলিউড জগৎ মানেই নাম, যশ, খ্যাতিতে ভরপুর একটি জীবন। শোবিজ এই দুনিয়া সকলের কাছেই বেশ আকর্ষণীয় পাশাপাশি ঈর্ষনীয়ও বটে। বহু অভিনেতা-অভিনেত্রী যারা কিনা খুব কম বয়সে এমনকি কম সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্দরে। প্রত্যেকেই নিজের নিজের কেরিয়ারে বেশ সফল। তবে, ওই যে কথায় বলে সর্বসুখ একসঙ্গে মেলে না। এখানেই ঠিক তেমনটাই ঘটেছে।

আজ আপনাদের এমন ৭ বলি অভিনেত্রীর সঙ্গে পরিচয় করাবো যারা কিনা ডিভোর্সের পর আর বিয়ে করেননি। বহু বছর তারা সংসার করার পরেও তাদের দাম্পত্য জীবনে ফাটল এসেছে। যার কারণে তারা আজ আলাদা। তবে, সুখের আশায় তারা আর দ্বিতীয়বার ঘর বাঁধেননি। চলুন তবে জেনে নেওয়া যাক তারা কারা।

Advertisements

১.করিশ্মা কাপুর (Karishma Kapoor)

Advertisements

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন করিশ্মা কাপুর। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন অভিনয় জগতে। সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী।

২.কোঙ্কনা সেন (Konkona Sen)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

২০১০ সালে বলিউড অভিনেতা রণবীর শোরেকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কোঙ্কনা। এরপর ১০ বছর তারা একসঙ্গে থাকলেও অবশেষে ২০২০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে, সন্তানের দায়িত্ব তারা দুজনে মিলেই পালন করেন।

৩.চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

২০০১ সালে গল্ফ প্লেয়ার জ্যোতি সিং রানধাওয়াকে বিয়ে করেন চিত্রাঙ্গদা। বিয়ের ১৩ বছর পর অর্থাৎ ২০১৪ সালে তাদের বিয়ের বিচ্ছেদ হয়। বর্তমানে চিত্রাঙ্গদা একাই জীবন কাটাচ্ছেন।

৪.অমৃতা সিং (Amrita Singh)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

১৯৯১ সালে খান পরিবারের ছেলে তথা অভিনেতা সইফ আলি খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অমৃতা। যদিও ২০০৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে দুই সন্তান সারা ও ইব্রাহিমকে নিয়েই একাকী জীবন কাটাচ্ছেন অমৃতা।

৫. মনীষা কৈরালা (Manisha Koirala)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন মনীষা কৈরালা। ২০১০ সালে সম্রাট দাহালকে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু বিয়ের ২ বছর কাটতে না কাটতেই ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে একাই আছেন অভিনেত্রী।

৬. কাল্কি কোয়েচলিন (Kalki Koechlin)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

২০১১ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কাল্কি কোয়েচলিন। তবে, ৪ বছর পর ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

৭. পূজা ভাট (Puja Bhatt)

করিশ্মা থেকে মনীষা, সেই সমস্ত অভিনেত্রী যারা ডিভোর্সের পর আর দ্বিতীয় বিয়ে করেননি

মহেশ ভাটের কন্যা পূজা ভাট ২০১৪ সালে স্বামী মনীশ খামিজার থেকে আলাদা হয়ে যান। এরপর থেকে তিনি একাই রয়েছেন।