×
Entertainment

সেই সমস্ত বলি অভিনেত্রী যারা সম্পত্তির নিরিখে টেক্কা দেবেন নিজের স্বামীদের, রইল তালিকা

বলিউডে অভিনেত্রীদের অধিপত্য থাকলেও নায়ক ও নায়িকাদের মধ্যে পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিনের লড়াই আছে। তবে এমন নায়িকারাও আছেন যারা রীতিমতো তাঁদের স্বামীদের সম্পত্তির নিরিখে জোরদার টেক্কা দিয়েছেন। আজ তেমনই পাঁচজন নায়িকা বা ব্যবসায়ির উল্লেখ করবো যাদের সম্পত্তির পরিমান তাঁদের স্বামীর থেকেও বেশি।

সেই সমস্ত বলি অভিনেত্রী যারা সম্পত্তির নিরিখে টেক্কা দেবেন নিজের স্বামীদের, রইল তালিকা -

১) ঐশ্বর্য রাই বচ্চন –

নায়িকা বললেই প্রথমে নাম আসবে ঐশ্বর্যর। ২০০৭ সালে প্রাক্তন বিশ্ব সুন্দরী অভিষেক বচ্চনকে বিয়ে করেন। অভিষেক অভিনেতা হবার পাশাপাশি একজন ব্যবসায়ীও। তবে আয়ের নিরিখে অভিষেকের থেকে অনেকটাই এগিয়ে আছেন ঐশ্বর্য।

২) মানা শেট্টি –

শুধু নায়িকা নন অভিনেতা সুনীল শেট্টির স্ত্রী মানা শেট্টি এখন সফল ও বড়ো ব্যবসায়ী। সুনীল এখনও অভিনয়ের সাথে যুক্ত থাকলেও মানা আয়ের দিক থেকে এগিয়ে আছেন।

সেই সমস্ত বলি অভিনেত্রী যারা সম্পত্তির নিরিখে টেক্কা দেবেন নিজের স্বামীদের, রইল তালিকা -

৩) দীপিকা পাড়ুকোন –

২০১৮ সালে অভিনেত্রী দীপিকা পাডুকোন বিয়ে করেন অভিনেতা রণবীর সিং কে। এই মুহূর্তে দীপিকা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তবে রণবীর ও কম যান না আয়ের নিরিখে। কিন্তু সূত্র বলছে দীপিকা সামান্য হলেও তাঁর স্বামীর থেকে এগিয়ে আছেন।

সেই সমস্ত বলি অভিনেত্রী যারা সম্পত্তির নিরিখে টেক্কা দেবেন নিজের স্বামীদের, রইল তালিকা -

৪) বিপাশা বসু –

বলিউডের একসময়ের সফল ও ব্যস্ততম অভিনেত্রী ছিলেন বিপাশা বসু। ২০১৬ সালে টেলিভিশন অভিনেতা করণ সিং গ্রোভরকে বিয়ে করেছিলেন। তবে তাঁর সম্পত্তির পরিমাণ বিপাশার থেকে অনেকই কম বলেই জানা যায়।

সেই সমস্ত বলি অভিনেত্রী যারা সম্পত্তির নিরিখে টেক্কা দেবেন নিজের স্বামীদের, রইল তালিকা -

৫) সোহা আলি খান –

পাতাউদি পরিবারের মেয়ে সোহা বলিউডে কেরিয়ার শুরু করলেও সেভাবে সাফল্য পাননি। তবে নবাব-কন্যার সম্পত্তি স্বামী অভিনেতা কুণাল খেমুর থেকে অনেক বেশি বলেই জানা যায়।