Entertainment

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

Advertisement
Advertisements

উল্লু(Ullu) অ্যাপের মাধ্যমে আবারো রিলিজ হয়েছে সবথেকে ঘাম ঝরানো সিরিজ। একের পর এক ওয়েব সিরিজ রিলিজ করে কার্যত সবাইকে চমকে দিচ্ছে এই প্লাটফর্ম। ওটিটি দুনিয়াতে অ্যাডাল্ট সিরিজের বাদশা বলা যায় উল্লুকে। এবার আবারো একবার সামনে আসলো বিখ্যাত ‘ওয়াকম্যান ২'(Walkman 2) সিরিজ। নায়িকা ঋদ্ধিমা তিওয়ারি (Ridhima Tiwari) দ্বিতীয় পর্বেও কার্যত আগুন ঝরিয়েছেন।

অ্যাডাল্ট সিরিজের বেশ পরিচিত মুখ ঋদ্ধিমা। তার অভিনীত সব কটি সিরিজই বেজায় হিট। যে কারণেই এই সিরিজ যে দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে তা বলার অপেক্ষা রাখে না। সিরিজের প্রথম পর্বেও ঋদ্ধিমা আগুন লাগিয়েছিলেন। তাঁর কামুক অভিনয়ের মধ্যে দিয়ে সবাইকে করেছিলেন বেহুঁশ। সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে।

সে তার বরের সাথে শারীরিক সম্পর্ক ভালো ছিল না। তাই কানে ওয়াকম্যান লাগিয়ে বিভিন্ন নতুন যৌনতার গল্প ভাবতেন। দ্বিতীয় পর্বেও তাঁর ওয়াকম্যান ব্যবহার করার পরিমান বেড়ে চলে। যার ফলে প্রতিদিন নিত্যনতুন গল্প তৈরী হতে থাকে। যৌন কাহিনীর নতুন আসক্তি তাকে কোনটি বাস্তব এবং কোনটি তার কল্পনার মধ্যে বিভ্রান্তির মধ্যে নিয়ে যায়। কি হবে এবার? সেটা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে দিয়ে। ২০২২ সালেই এই সিরিজটি রিলিজ হয়ে গেছিলো।

দুটি এপিসোডের এই সিরিজ দেখতে আর দেরি করবেন না। উল্লুর সাবস্ক্রিপশন নিতে হবে তাঁর আগে। হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করেছে এই সিরিজ। আরও বিভিন্ন কলাকুশলীরা থাকবেন এই সিরিজে যেমন Komal Sharma, Ayushi Jaiswal সহ প্রমুখ। তাহলে আর দেরি করবেন না। উল্লু অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিয়ে তাড়াতাড়ি দেখুন এই সিরিজ।