Entertainment

আল্লু অর্জুন নয়, পুষ্পা ছবিতে কাজ করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন এই সাউথ অভিনেতা

Advertisement
Advertisements

জানেন কি আল্লু অর্জুন নয় ‘পুষ্পা’ (Pushpa) সিনেমার জন্য প্রথম অফার পেয়েছিলেন এই অভিনেতা। কিন্তু তিনি কে তা জানেন কি? আজকের এই প্রতিবেদনে বলবো সেকথাই। ২০২১ সালে সারা ভারত জুড়ে বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল ‛পুষ্পা’ (Pushpa) সিনেমা। আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত এই ‛পুষ্পা’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

আল্লু অর্জুন নয়, পুষ্পা ছবিতে কাজ করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন এই সাউথ অভিনেতা

এই সিনেমায় পুষ্পা রাজের (Pushpa Raj) থুতনিতে হাত বোলানোর স্টাইল এককথায় সুপার ডুপার হিট। আর সেই জনপ্রিয়তা থেকেই সম্প্রতি ‛পুষ্পা ২’ সিনেমাও আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবির টিজার। ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারে রীতিমতোন চমকে গিয়েছেন সকলেই। ‛পুষ্পা’ সিনেমার খ্যাতির পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে।

আল্লু অর্জুন নয়, পুষ্পা ছবিতে কাজ করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন এই সাউথ অভিনেতা

তবে, জানেন কি আল্লু অর্জুনের আগেও এই ছবির অফার গিয়েছিল সুপারস্টার মহেশ বাবুর কাছে। কিন্তু এই সিনেমার চিত্রনাট্য শোনার পর মহেশ বাবু (Mahesh Babu) রাজি হননি। আর তাই পরিচালক সুকুমার আল্লু অর্জুনের কাছে গিয়েছিল। আর তখন আল্লু অর্জুন রাজি হওয়ায় অবশেষে সেই সিনেমার হিরো তিনিই হন। আর এখন নিশ্চই বলে দিতে হবেনা এই সিনেমা কতটা জনপ্রিয়তা পেয়েছিল।

আল্লু অর্জুন নয়, পুষ্পা ছবিতে কাজ করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন এই সাউথ অভিনেতা

সম্প্রতি ‛পুষ্পা ২’-র (Pushpa 2) নতুন লুক দিয়ে আরও একবার ঝড় তুলেছেন। নিজেকে একেবারে পুরোপুরি বদলে নিয়েছেন অভিনেতা। আল্লু অর্জুনের সারা শরীর জুড়ে নীল বর্ণ। কপালে টিপ, গলায় বাহারি হার সহ একাধিক মালা, কানে ভারী দুল ও দু হাত ভর্তি চুড়ি সহ নাকে নথ। শাড়ি পরে বন্দুক হাতে সে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লু অর্জুনের এই লুক রীতিমতো ঝড় তুলেছে। এমন রূপে আগে কখনও দেখা যায়নি অভিনেতাকে।

আল্লু অর্জুন নয়, পুষ্পা ছবিতে কাজ করার জন্য প্রথম প্রস্তাব পেয়েছিলেন এই সাউথ অভিনেতা