Entertainment

হতাশায় ভরে গিয়েছিল জীবন! সুশান্তের আগে অবসাদে আত্মহত্যা করেছেন এই জনপ্রিয় তারকারা

আজকালকার যুগে মানুষ যতবেশি উন্নত ততবেশি তাদের মানসিক সমস্যা। আর সেই সমস্যা সহ্য করতে না পেরে অনেকেই আছেন আত্মহত্যা করেন। সালটা ছিল ২০২০। করোনার চাদরে মুড়ে গোটা দেশ। আর সেই সময় আসে এক সংবাদ। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির নামকরা প্রথম সারির অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার বান্দ্রার বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত মৃতদেহ। কাজ না পাওয়ার কারণে নাকি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা। আর তাই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও সেকথা কতটা সত্যি সে নিয়ে আজ বিতর্ক থেকেই যায়। তবে, জানেন কি সুশান্ত ছাড়াও আরও বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা কিনা খুব কম বয়সে নানান কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আজকের এই প্রতিবেদনে তাদের কথাই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা।

১.সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)- বলিউডের প্রথমসারির একজন নামকরা অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে বান্দ্রার বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ। আর যা আজও বহমান। যদিও সত্যিই কি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে খুন করা হয়েছিল তা স্পষ্ট জানা যায়নি।

২.কুশল পাঞ্জাবি (Kushal Punjabi)-জনপ্রিয় টিভি অভিনেতা কুশল পাঞ্জাবিকে অনেকেই চিনে থাকবেন। যিনি ‛দেখো মাগার প্যায়ার সে’, ‛সিআইডি’ সহ একাধিক নামকরা সিরিয়ালে অভিনয় করেছেন। তবে, ২০১৯ সালে তিনি আত্মহত্যা করেন। স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় বিষণ্ণতায় ভুগছিলেন অভিনেতা।

৩.জিয়া খান (Jiah Khan)- গজনী, হাউসফুল এর মতো একাধিক নামকরা সিনেমায় কাজ করেছেন জিয়া খান। কিন্তু ২০১৩ সালে আচমকাই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরে শোনা যায় যে, অভিনেত্রী অভিনেতা আদিত্য পাঞ্চলীর ছেলে সুরাজ পাঞ্চলীর সঙ্গে জটিল সম্পর্কের কারণে হতাশায় ভুগছিলেন। আর সেই কারণেই হয়তো এমন পথ বেছে নিয়েছিলেন।

৪.সিল্ক স্মিতা (Silk Smitha)-দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সিল্ক স্মিতা। কামোত্তেজক ভূমিকা পালন করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অভিনেত্রী। যিনি একাকিত্বের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ায় আত্মহত্যার পথ বেছে নেন।