রোমান্টিক দৃশ্যে ভরপুর এই ৫ টি ওয়েব সিরিজ, না দেখলে চরম মিস

এখন শুধু ওয়েব সিরিজের ছড়াছড়ি। প্রতিদিন কিছু সময় এই ওয়েব সিরিজ না দেখলে হয় না। তবে সেসবের মধ্যেই সবথেকে এগিয়ে রয়েছে রোমান্টিক ওয়েব সিরিজ গুলি। আজকালকার দিনে বড়সড় বাজেটের বলিউড ছবির থেকেও এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা বেশি। তাই বলাই যায় যে প্রথমে বিদেশে জনপ্রিয়তা পেলেও ভারতে এখন ওয়েবসিরিজের চাহিদা তুঙ্গে। তেমনই আজ এমন পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করবো যা না দেখলে আপনি চরম মিস করবেন-
১) Little Things:
Streaming Platform : নেটফ্লিক্স
Release Year : ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২১ এই মোট চারটি সিজন এখনও পর্যন্ত এই ওয়েব সিরিজের সামনে এসেছে।
Cast : ধ্রুব সেহগাল (Dhruv Sehgal) ও মিথিলা পালকারকে (Mithila Palkar) দেখা গেছে এই সিরিজে অভিনয় করতে।
Story: এক যুবক ও যুবতীর মিষ্টি প্রেমের গল্পের মাঝে খুনসুটি, রাগ, অভিমানের গল্প দিয়ে তৈরি এই ওয়েবসিরিজ।
২) Flames 2 :
Streaming Platform: MX-Player
Release Year : ২০১৯ সালের অক্টোবর মাসে ফ্লেমস ২ সিরিজটি রিলিজ করেছিলো।
Cast: ঋতভিক শাহরে (Ritvik Sahore), তনয়া মানিকতলার (Tanya Maniktala)।
Story: কলেজে পাঠরত দুই যুবক-যুবতীর মধ্যে গড়ে ওঠা প্রেমের গল্প দেখানো হয়েছে।
৩) Mismatched:
Streaming Platform : নেটফ্লিক্স
Release Year : ২০২০ সালে রিলিজ হয়েছিল।
Cast: প্রযুক্তা কোলি (Prajakta Koli), রোহিত সারাফ (Rohit Saraf)।
Story: দুজন যুবক যুবতী যাদের একে অন্যের সাথে দেখা হয় কার্যত ভাগ্যের জোরে। তারপর থেকেই সেই ওয়েব সিরিজের গল্প এগিয়ে যাবে।
৪) College Romance :
Streaming Platform: Sony LIV
Release Date : ২০১৮ সালে এই ওয়েব সিরিজটি
রিলিজ করেছিল।
Cast: গগন অরোরা (Gagan Arora), শ্রেয়া মেহতা (Shreya Mehta) অভিনয় করেছিলেন।
Story: কলেজের দুস্টুমিষ্টি প্রেমের গল্প দেখেনো রয়েছে এই সিরিজে।
৫) Permanent Roommates:
Streaming Platform : Zee 5
Release Date : ২০১৪ সালে এই ওয়েব সিরিজটি রিলিজ হয়েছিল।
Cast: নিধি সিং (Nidhi Singh) ও সুমিত ব্যাস (Sumeet Vyas) -এর মত শিল্পীরা কাজ করেছেন এই সিরিজে।
Story: একটি মিষ্টি প্রেম, রাগ ও অভিমানের গল্প। যা দেখলে কার্যত আপনার কলেজ জীবনের কথা মনে পরতে বাধ্য।