Top 5 Web Series: ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ৫ ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে একা উপভোগ করুন
একেরপর এক ঘনিষ্ঠ দৃশ্যে মন হবে উথাল-পাতাল! রাতের অন্ধকারে দেখুন এই ওয়েবসিরিজ

যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আর সেটা নিশ্চই নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখেনা। আজকালকার যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা রাতের বেলায় টিভির পর্দায় দেখা যেত।
আরও পড়ুন – পছন্দের Apache বাইক নিয়ে বাড়ি ঢুকছেন ক্যাপ্টেন কুল! মূহুর্তে ভাইরাল দৃশ্য
কিন্তু বর্তমানে মুঠোফোনের হাত ধরে মানুষজন এমন কিছু প্ল্যাটফর্ম-এর সন্ধান পেয়েছেন যার হাত ধরে সহজেই নিষিদ্ধ সব ওয়েবসিরিজ দেখতে পারেন। যেখানে চলে শরীরী খেলা। আজ আপনাদের সঙ্গে তেমনই কয়েকটি ওয়েবসিরিজের কথা শেয়ার করবো যা দেখলে ঘাম ঝড়বে আপনারও। চলুন সেগুলি কি দেখে নেওয়া যাক
চুল (Chull):
উল্লুর পর্দায় মাখোমাখো ওয়েবসিরিজের মধ্যে একটি হল ‛চুল’। এই সিরিজের গল্প অনুযায়ী একজন যুবক প্রতিবেশী এক বৌদির বাড়িতে চায়ের পাতা নিতে আসেন। আর সেখানেই ওই বৌদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। তবে, বিষয়টি এখানেই শেষ নয় ওই ট্রেলারে যুবককে আরও একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। এভাবে ধীরে ধীরে কোনদিকে এগোবে গল্প। কিন্তু অবশেষে তা কোনদিকে মোর নেবে তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ‛Chull’ ওয়েবসিরিজটি দেখতে হবে।
ভার্জিন সাসপেক্ট (Virgin Suspect):
১৬ মে উল্লুর পর্দায় মুক্তি পেয়েছে এই ওয়েবসিরিজটি। যা দর্শকদের মধ্যে উষ্ণতার পারদ চড়িয়েছে। এই সিরিজে দেখা যাচ্ছে এক যুবককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কেননা সে নাকি একটি মহিলার সঙ্গে খারাপ কাজ করেছে। আর এই ঘটনায় তার বাবাও রেগে গিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যদিও পরে তারজন্য এক মহিলা উকিল ঠিক করা হয়। আর সেই উকিল জেলের মধ্যে ওই যুবককে প্রশ্ন করলে ওই যুবক তার সঙ্গে হওয়া সব ঘটনা খুলে জানায়। কিন্তু কি সেই ঘটনা তা জানতে হলে আপনাকে অবশ্যই এই সিরিজ দেখতে হবে।
মানমানিয়া (Manmaniyan):
এই ওয়েবসিরিজের গল্পটি একজন ৫০ বছর বয়সী লোকের। যেকিনা নিজের মেয়ের বান্ধবীর সঙ্গেই সম্পর্কে জড়াবেন। আসলে ২৫ বছরের বিবাহিত জীবনে ওই লোকটি একেবারেই সুখী নয়। আর সেই কারণে তার কাছে অভিনয় শিখতে আসা মেয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। এরপর গল্প কোনদিকে বাঁক নেবে তা জানতে গেলে তো আপনাকে অতি অবশ্যই এই ওয়েবসিরিজ দেখতে হবে।
গাছি (Gaachi):
এই ওয়েবসিরিজের গোটা গল্পটাই চার মহিলাকে নিয়ে গড়ে উঠেছে। বর্তমান সময় উন্নত হলেও মেয়েদের উপর পুরুষদের অত্যাচার আজও চলে আসছে। আর তারই প্রতিবাদ করবে মেয়েরা। গল্পে দেখা যাবে যে, শালিনি নামের এক মহিলার বিয়ে হয় একটি গ্রামে। আর সেখানে রত্না, মায়া, দিব্যা নামের তিন মহিলার সঙ্গে তার পরিচয় হয়। সকালে স্নান করতে গিয়ে তাদের পরস্পরের সঙ্গে দেখা হত। আর তখনই তারা নিজেদের মনের কথা একে অপরের সঙ্গে ভাগ করে নিতেন। কিভাবে তারা নিজেদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করে ঘুরে দাঁড়াবেন সেটাই উঠে আসবে এই ওয়েবসিরিজের মধ্যে দিয়ে।
Siskiyaan Season 2:
পুরোনো সিরিজের থেকেই গল্প শুরু করা হবে। যেখানে দেখা যাবে এক ছেলে তার বৃদ্ধ বাবার জন্য একজন স্পেশাল কেয়ারটেকার ম্যারিকে নিয়ে এসেছে বাড়িতে। অন্যদিকে তার প্যারালাসইড শ্বশুর বৌমার সাথে আগেই শারীরিক সম্পর্কে ছিল। তবে এবার শশুর ম্যারিকে মনে মনে চাইতে থাকে। অন্য দিকে ম্যারি শ্বশুরকে জানিয়ে দেয় টাকার বিনিময়ে সে শারীরিক সম্পর্ক তৈরী করতে দেবে। শশুর শরীরের লালশায় টাকার বিনিময়েই দেদার লিপ্ত হয় ম্যারির সাথে। কিন্তু এবার বৌমা না ম্যারি কার সঙ্গ দেবে শশুরমশাই? তা যদিও আপনারা জানতে পারবেন সিসকিয়ান সিজন ২ ওয়েব সিরিজে।
তাহলে আর দেরি কিসের? আজই উল্লুর সাবস্ক্রিপশন নিন। আর জমিয়ে এই ওয়েব সিরিজের মজা নিন।