ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই পাঁচটি ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখুন

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই প্রচুর ইরোটিক ভিডিও দেখার অ্যাপ আছে। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। আজ তেমনই ৫ টি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করবো যা অজান্তেই আপনি দেখার থেকে মিস করে গেছেন। তাই আজ সেই বিশেষ পাঁচটি ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের নিচে জানানো হলো –
১) Manmaniyan –
উল্লুর এই সিরিজ এখনও রিলিজ হয়নি। আগামীকাল ১লা অগাস্ট রিলিজ হবে উল্লু অ্যাপের মাধ্যমে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষী জাসওয়াল। সিরিজের গল্প কিন্তু বেশ অন্যরকম। এখানে ৫০ বছরের এক বৃদ্ধ যে তার নিজের মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে। তার ২৫ বছরের বিবাহিত জীবনে তিনি একেবারেই সুখী নয়। তিনি এই জীবনেও আবারো নতুন করে বাঁচতে চান। তিনি একজন অভিনেতা আর ওই মেয়ের বান্ধবী তার কাছে অভিনয় শিখতে আসেন। কিন্তু অভিনয় শিখতে শিখতে কখন যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তা তারা নিজেরাও বুঝতে পারেন না। জানাজানি হয় যার ফলে সেই ব্যক্তির মেয়ে ও স্ত্রীয়ের সাথে ঝগড়া হয়। কিন্তু তারপরে কি হবে তা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে দিয়ে।
২) Late Night Project :
সিরিজটি ‘Kooku’ অফিসিয়াল অ্যাপ থেকে রিলিজ করেছিল। গল্প তৈরী হয়েছে এক বস ও তার স্ত্রীকে নিয়ে। যেখানে বস তার অফিসের এক ব্যক্তিকে এক মহিলার সাথে লেট্ নাইট প্রজেক্ট করতে বলেন। তবে সেই ব্যক্তি ও মহিলা দেদার শরীরিক সম্পর্কের মজা ওঠাতে থাকেন। কিন্তু বস একদিন জানান সেই মহিলা তার স্ত্রী তাই সে জা বলবে তাঁকে করতে হবে। সেই ব্যক্তি কার্যত মহিলার কথায় নাচতে থাকে পুতুলের মতো। কিভাবে এই জাল থেকে বেরোবে সে?
৩) Chull –
এই সিরিজটি দেখা গেছে উল্লুর মধ্যে দিয়ে। এক যুবক যে কোনো কাজ করে না বরং পাড়ার বৌদিদের সাথে মজা করে সময় কাটায়। তার বাবা তাঁকে মালকিনের কাছে নিয়ে যায়। মালকিন এমন সুঠাম পুরুষ দেখে নিজের সাথেই সম্পর্ক তৈরী করে নেয়। রেহাই যায়নি মালকিনের নিজের মেয়ে। উষ্ণতায় পূর্ণ এই সিরিজটি অবশ্যই দেখুন যা আগামীকাল অর্থাৎ ২৮ শে জুলাই রিলিজ হবে।
৩) Gachi –
মুখ্য চরিত্রের অভিনেত্রী অঙ্কিতা ডেভ, রানী চ্যাটার্জি, প্রিয়া গামরে। তাদের মাখো মাখো রোমান্স দেখে কাবু নেটিজেনরা। গল্পে দেখা যাচ্ছে শালিনী নামের এক মেয়ে গ্রামে বিয়ে হয়ে এসেছে। বিয়ের পরে তার পরিচয় হয় দিব্যা, রত্না, মায়ার সাথে। গ্রামে মেয়েদের উপর অত্যাচার করে এখানকার পুরুষরা। তখন সব মেয়েরা মিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। ভোরবেলা গ্রামের মেয়েরা একটা পুকুরে কাপড় কাচে। আর সেখানেই তারা নিজেদের মধ্যে বিভিন্ন ধরণের গল্প শুরু করেন। ২০২৩ সালে ১৪ ই জুলাই ‘গাছি’ নামের এক ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।
৫) Virgin Suspect –
এক যুবকে কুকর্ম করার জন্য পুলিশ ধরে। এই সিন্ দিয়ে শুরু হয় ওয়েব সিরিজের। তার বাবা এই কান্ড করার জন্য কোনো সম্পর্ক রাখে না। তারপর তার জন্য একটি মহিলা উকিল ঠিক করা হয় উকিল এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন যে সত্যি আসলে কি হয়েছিল। ওই মহিলা উকিলকে যুবক সমস্ত কিছু বলতে থাকেন। এক বিদেশী মহিলার সাথে বন্ধুত্ব, মাঝ রাতে তার বাড়িতে যাওয়া আর কিভাবে শে ঐ যুবতিকে খুন করলো সেই হদিশ পেতেই উকিলকে বলে যুবক। এই সমস্তটা দেখতে অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজ দেখতে হবে।