ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ৫ টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্ম সময় কাটান। সেগুলি বেশিরভাগ হয় অ্যাডাল্ট (Adult) কিংবা ঘাম ঝরানো ওয়েব সিরিজ। ঠিক তেমনই প্রচুর ইরোটিক ভিডিও দেখার অ্যাপ আছে। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। আজ তেমনই ৫টি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করবো যা অজান্তেই আপনি দেখার থেকে মিস করে গেছেন। তাই আজ সেই বিশেষ পাঁচটি ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের প্রতিবেদনে জেনে নিয়ে অতি অবশ্যই দেখতে হবে।
১) Malai :
উল্লুর হট ও ইরোটিক সিরিজের সবথেকে অন্যতম একটি সিরিজ হলো মালাই পার্ট টু। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা সিং। সিরিজের গল্পটি ঠিক এইরকম। এক মহিলা একটি গ্রামে তার স্বামীর সাথে থাকেন। কিন্তু তার স্বামী তার শরীরের চাহিদা মেটাতে পারে না। এমন কিছুতে তার স্বামী স্বাচ্ছন্দ্য বোধ করেন না। পরে দেখা দেয় সম্পর্কে মামা ঘুমের সময় তাঁকে বিভিন্নভাবে ছুঁয়ে দেখে। একসময় মালাই সমস্তটা জেনে যায়। নিজের মামার সাথেই শুরু হয় লীলাখেলা।
২) Khirki Part 2
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী গাইকোয়াড, নেহা গুপ্তা, রুকস খানদাগলে। সিরিজের প্রথম পর্বে দেখানো হয়েছিল একটি ছেলে ও রিয়া নামের মেয়েটিকে। রিয়া তার শিক্ষক অনিরুদ্ধের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তারপরে অনিরুদ্ধের স্ত্রী তাদের ভিডিও তৈরি করে। কিন্তু সেই মহিলা তার স্বামীকে ছেড়ে তার বসের প্রেমে পড়ে যায়। দ্বিতীয় পর্বে সম্পূর্ণরূপে খিডকির প্রথম পর্বের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। প্রত্যেকে মানুষ একে অপরের খিড়কিতে উঁকি দিচ্ছে। তারপর ভিডিও তৈরি করে তাদের ব্ল্যাকমেইল করছে। কি হবে তাদের জীবনে তা নিয়েই এগোবে গল্প।
৩) Rain Basera –
নায়িকা হিসাবে আপনারা দেখতে পাবেন ভারতী ঝাঁ (Bharti Jha) ও হীরাল রাদাদিয়া (Hiral Radadiya)-কে। কিন্তু যা দৃশ্য আছে তা আপনাকে পাগল করে তুলবে। সিরিজের গল্প সম্পর্কে নিশ্চই আপনারা জানতে চাইছেন? এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে। যে চুরি করা বিভিন্ন জিনিস বিক্রি করে থাকেন। সেই জিনিস একদিন বিক্রি করছিলেন এমন সময় পুলিশ চলে আসে। কোনোমতে সে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচে। তখন তার সাথে একটি ছেলের দেখা হয়। ছেলে ও সেই বিবাহিত মহিলা একসাথে বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। তবে তারপরে কি হবে যদিও সিরিজ না দেখলে বলা যাবে না।
৪) Fevicol –
সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া নাজ (Aliya Naaz)। ট্রেলারেই বেশ কিছু দুর্দান্ত হট ও খোলামেলা সিনের দেখা মিলেছে। এক ব্যক্তি যে তার নিজের স্ত্রীয়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছিলো। তবে একসময় তার ভাই তাদের বাড়িতে আসে। তার ভাই, নিজের দাদার বউ অর্থাৎ বৌদিকে নিজের করে পেতে চায়। কিন্তু দাদা তার বৌদিকে ঠিকভাবে শারীরিক স্যাটিসফাই কোর্টের পারছিলো না। তখন মহিলা অন্য এক যুবকের সাথে এক আঠা আনেন, সেই আঠা দিয়ে একে অন্যের হাত জুড়ে দেন। স্বামী পাশে শুয়ে থাকার পর ও সেই যুবক পাশে শোয়, শুধু তাই না, বাথরুমে গিয়েও নিজেদের মধ্যে সম্পর্ক করে। তার পরের গল্প জানতে হলে তো আপনাদের দেখতে হবে ফেবিকল ওয়েব সিরিজ।
৫) Doraha –
দোরাহা সিরিজে দুটি যুগলের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। দুটি যুগল নিজেদের মধ্যে আলাদা আলাদা ভালোবাসে। তবে তারা সকলে একই বাড়িতে বাস করেন। কিন্তু শেখর নামের একজন যখন তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন সমস্যা শুরু হয়। পরে তার ভাই কার্যত তার স্ত্রী ও বৌদির সাথে সম্পর্ক তৈরী করে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝা। ভারতী ঝা -র অসাধারণ অভিনয়ে এবং সাহসী দৃশ্য দেখে পাগল হয়ে গেছেন দর্শকরা।