×
EntertainmentVideoViral Video

বাংলা টেলিভিশনে প্রথমবার দ্য সিজলিং ডিভা মৌনি রায়, নাচে গানে মেতে উঠলো মঞ্চ, দেখুন ভাইরাল ভিডিও

খুব সম্ভবত হিন্দি ছবির প্রোমোশনের কারণেই তিনি হাজির হবেন অতিথি হিসেবে। এর আগেও বলি অভিনেতা সুনীল শেট্টিকে অতিথি হিসেবে দেখা গিয়েছিল এই মঞ্চে। আর এবার আসতে চলেছেন অভিনেত্রী মৌনী।

বাংলার দর্শকদের জন্য বড় চমক। এই প্রথম টেলিভিশনের পর্দায় হাজির হতে চলেছেন মৌনী রায়। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ‘নাগিন’ খ্যাত কন্যা মৌনী (Mouni Roy)। হিন্দি টেলিভিশন (Television) ও বলিউডের (Bollywood) জনপ্রিয় একজন অভিনেত্রী। চলতি বছরের ২৭ জানুয়ারি গোয়ার সমুদ্র সৈকতে প্রেমিক সুরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী।

বাংলা টেলিভিশনে প্রথমবার দ্য সিজলিং ডিভা মৌনি রায়, নাচে গানে মেতে উঠলো মঞ্চ, দেখুন ভাইরাল ভিডিও -

সম্প্রতি এবার তাকে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ র মঞ্চে। এই মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী ও মনামী। এছাড়া ৩ ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছে ‛গুনগুন’ ওরফে তৃনা (Trina), ‛খুকুমণি’ ওরফে দ্বিপান্বিতা (Dipanwita) আর ‛গঙ্গারাম’ ওরফে অভিষেক (Avishek)। তার সঙ্গে রয়েছে ভাসান বাপির অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্য র কমেডি।

এছাড়া এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছে দুই খুদে শিল্পী উদিতা ও লাড্ডু। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় শনি ও রবি বার রাত ৯ টায় স্টার জলসার পর্দায় অনুষ্ঠিত হয় এই শো। আর সেখানেই হাজির হচ্ছেন মৌনী। খুব সম্ভবত হিন্দি ছবির প্রোমোশনের কারণেই তিনি হাজির হবেন অতিথি হিসেবে। এর আগেও বলি অভিনেতা সুনীল শেট্টিকে অতিথি হিসেবে দেখা গিয়েছিল এই মঞ্চে। আর এবার আসতে চলেছেন অভিনেত্রী মৌনী।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

এই প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় আসতে চলেছেন মৌনী। অভিনেত্রী মনামী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌনীর সঙ্গে একটি ছবি পোস্টও করেন। ডিপ বেগুনি রঙের সিকোয়েন্সের পোশাকে ধরা দিয়েছেন মৌনী। আর মনামীর পরনে রয়েছে হলুদ রঙের টপ ও স্কার্ট। এই মুহূর্তে দুই সুন্দরীর ছবি এখন ভাইরাল নেট মাধ্যমে।