×
Entertainment

কালো পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, ভাইরাল দৃশ্য

সাত বছর ধরে চলা ধারাবাহিক ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিকের অভিনয় মনে দাগ কেটেছিল ১৮-৮০বছরের দর্শকদের। এই সিরিয়াল দীর্ঘ ৭ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল। মায়ের প্রতি তার অগাধ ভালোবাসা, আসলে মায়ের ভালোবাসা পাওয়ার সংগ্রাম ছিল মা সিরিয়ালের মূল উপজীব্য। অবশেষে  নিজের মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছিল ছোট্ট ঝিলিক।

তবে সেই  সেই ছোট্ট ঝিলিক এখন আর ছোট নয়। সে বড় হয়েছে, এখন বর্তমানে আজ কলেজে পড়ে। শুধু তাই নয় সে এখন প্রেমও করছে। পর্দার ঝিলিকের আসল নাম তিথি। সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়।

সিরিয়াল এই মুহূর্তে না করলেও তার পোস্ট করা ছবিই কেল্লাফতে করে দিচ্ছে ছেলেদের মন। কালো স্লিভলেস টপ আর পালাজো পড়ে নিজের বাড়ির ছাদে ফটোশুট করলেন নায়িকা। এমনকি হাতের ট্যাটুকে প্রদর্শনী করতে ভুললেননা তিথি।

শুধু তাই নয়, পাশাপাশি গলায় ব্ল্যাক চিকস আর কানে ছোট্ট দুল পড়ে লাল লিপস্টিক আর বোল্ড লুকে ক্যামেরার সামনে পোজ দিলেন। সাথে সাথে নিজের ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করলেন। স্মার্ট ওয়াচে আরো বেশো স্টাইলিশ লাগছিল এই টলি অভিনেত্রীকে। নিমেষেই ভাইরাল এই ছবি। তার ইনস্টাতে ফলোয়ারের সংখ্যা ৭০ হাজার এর বেশি।