×
Entertainment

সন্তানরা আমার সিনেমা দেখতে লজ্জা পায়, গোপন তথ্য ফাঁস করলেন জুহি চাওলা

জুহি চাওলা বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলিউডে পা রাখেন ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমার মাধ্যমে। তবে তিনি অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মুক্তির পর।

এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকেন। ‘এক লাড়কি কো দেখা তো আ্যয়সা লাগা’ সিনেমাটি তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এই অভিনেত্রী তার অনুরাগীদের অসংখ্য মন ভালো করা ছবি উপহার দিয়েছেন।  কিন্তু তার সিনেমা দেখতে লজ্জা পায় তার নিজের সন্তানরাই। তিনি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

ADVERTISEMENT

জানা যাচ্ছে, মেয়ে জাহ্নবি ও ছেলে অর্জুনকে জুহি তার কিছু সিনেমা দেখিয়েছিলেন। তবে তারা মোটেই আগ্ৰহী নন তার  সিনেমা দেখতে। অর্জুনের আপত্তি জুহির রোমান্টিক সিনেমার দৃশ্য নিয়ে। সাক্ষাৎকারে জুহি বলেছেন, তারা আমার সিনেমা দেখতে লজ্জা পায়। বিশেষ করে শুরুর দিকের সিনেমাগুলো। আমার স্বামী তাদের ‘হা’ম হ্যায় রাহি পেয়ার কে’ দেখার কথা বলেছে।

তার মতে, এটি খুবই চমৎকার একটি সিনেমা। এরপর অর্জুন আমাকে জিজ্ঞেস করে, এই সিনেমায় কি কোনো রোমান্টিক দৃশ্য রয়েছে?’ আমি বলি, এটি রোমান্টিক-কমেডি সিনেমা। এর উত্তরে সে বলে, ‘আমি তোমা’র কোনো রোমান্টিক সিনেমা দেখতে চাই না। কেমন যেন অদ্ভুত মনে হয়। তাই, আমি তোমার কোনো সিনেমা দেখতে চাই না।’

ADVERTISEMENT

Related Articles