×
Entertainment

১০ বছর পর ‘Dance বাংলা Dance’-এর মঞ্চে ঝড় তুলতে এলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, প্রোমো দেখে খুশি দর্শকরা

অবশেষে প্রকাশ্যে এল ‛ডান্স বাংলা ডান্স’-র প্রোমো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের বাংলার রিয়েলিটি শোতে ফিরলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এতদিন কেন তাকে দেখা যায়নি সেই নিয়ে আগেই মুখ খুলেছেন অভিনেতা। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করবেন মিঠুন।

বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হল ‛ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। যেখানে প্রতিবছরই এই মঞ্চ থেকে কেউ না কেউ স্টার হয়ে বেরোয়। আর এবারেও আবার নাচের মঞ্চে আগুন ধরাতে হাজির হবেন ২৪ জন প্রতিযোগী। তাদের মধ্যে হবে জোর টক্কর। মহাগুরুর আসনে থাকছেন মিঠুন। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো এখন তুমুল ভাইরাল নেটমাধ্যমে।

যেখানে দেখা যাচ্ছে যে, ব্যাকআপ ড্যান্সারদের সঙ্গে মিলে মঞ্চ কাঁপাচ্ছেন মিঠুন চক্রবর্তী। আর নাচ শেষে বললেন তার সেই বিখ্যাত লাইন ‛ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’। ১০ বছর পর মিঠুনের আবারও এই মঞ্চে ফেরা আলাদা একটা উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মনে। প্রথম সিজেনে দেখা মিলেছিল মিঠুনের। তারপর থেকে তাকে আর দেখা যায়নি এই মঞ্চে। কিন্তু কেন দেখা যায়নি সেই নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা গিয়েছে।

তবে, সকলের মনের সব প্রশ্নের অবসান ঘটিয়ে তিনি আবারও ফিরে এসেছেন পুরোনো মঞ্চে। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাবে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় থাকছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার রাত সাড়ে নটায় জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হবে এই শো।