Entertainment

Web Series: স্বামীর বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত মহিলা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই সিরিজ

Ullu Web Series: ‘ইরোটিক’ ওয়েব সিরিজ দেখার জন্য এখন বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। সবকয়টি কার্যত ১৮ বছরের উর্দ্ধে দেখার জন্য ব্যবহার করা হয়। তবে সব অ্যাপ গুলির মধ্যে দর্শকদের প্রথম পছন্দ উল্লু। দিনের শেষে কিছু সময় যে এই ধরণের ইরোটিক ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন অনেকেই। মন ও মেজাজ কার্যত দুটোই ফুরফুরে হয়ে ওঠে। তাইতো আবারো আপনাদের জন্য হাজির হয়েছি সদ্য রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ নিয়ে।

বোল্ড ও রসালো দৃশ্য ভরপুর সেই সিরিজ দেখলে আপনার ঘাম ঝরতে বাধ্য। চলুন তাহলে আজ বিশেষ এই ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া যাক।

Web Series Name – তেরে জাইসা ইয়ার কাহা পার্ট ২ (Tere Jaisa Yaar Kaha Part 2)

Web Series Cast : সিরিজটিতে মুখ্য ভূমিকায় অব্জেনয় করছেন পায়েল পাতিল (Payal Patil) ও লাভ প্রীত কৌর (Love Preet Kaur)

Episode – এই ওয়েব সিরিজে ২টি এপিসোডের দেখা গেছে যা ২০-২৫ মিনিটের মধ্যে হয়েছে।

Streaming Platform – এই সিরিজ একমাত্র উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে দেখা যাবে।

Web series Story – এই সিরিজের গল্প তৈরী হয়েছে এক বিবাহিতা মহিলা রেনুকে নিয়ে। যে তার নিজের স্বামীর বন্ধুর সাথেই শারীরিক সম্পর্ক তৈরী করে। রেণুকে সেই ব্যক্তি জানায় তার স্বামী বাজে কাজের সাথে যুক্ত। তাই সে রেনুর সবসময় খেয়াল রাখবে। তবে রেনু কতটা চালাক তা দেখা গেছে যখন সেই বিশেষ হীরে উদ্ধার হয়ে যায়। কার সাথে কোন সম্পর্কের বাঁধন ছিড়বে তা এবার দেখতে পাবেন দ্বিতীয় পর্বে।

Release Date- ২০২৩ সালের ৬ই জুন এই ওয়েব সিরিজটি রিলিজ করেছে।

Languages – হিন্দি সহ আরও ৩টি  ভাষায়  উল্লু তাদের এই ওয়েব সরিজ রিলিজ করবে।

How To Download and Subscribe Ullu App:

প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে উল্লু অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল হয়ে গেলে রেজিস্টার করুন। তারপরে আপনাকে নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট টাকার পরিবর্তে সাবস্ক্রিপশন নিতে হবে। সব হয়ে গেলে ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন।

তবে কোনোমতেই এই ওয়েব সিরিজ আঠেরো বছরের নিচে দেখবেন না।