Tum Tum, ট্রেন্ডিং গানে বিদেশের সমুদ্র সৈকতে দুর্দান্ত নাচ জনপ্রিয় জুটি রুদ্রজিৎ-প্রমিতার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

কখনও সমুদ্র সৈকতে আবার কখনও দু পা সমুদ্রের জলে দাঁড়িয়ে ট্রেন্ডিং ‛Tum Tum‘ গানে কোমর দোলালেন প্রমিতা ও রুদ্রজিৎ (Promita-Rudrajit)। টেলিপাড়ার জনপ্রিয় তারকা এই দম্পতি বর্তমানে ভ্যাকেশন মুডে রয়েছেন। সিরিয়াল ‛সাত ভাই চম্পা’-র সূত্র ধরেই তাদের আলাপ। দুজনেই ছিলেন লিড রোলে অর্থাৎ নায়ক ও নায়িকা। আর সেই রিল লাইফ জুটি এখন রিয়েল লাইফ জুটিতে পরিণত হয়েছে।
View this post on Instagram
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন পুরুলিয়ার মাটিতে বিয়ে সারেন এই তারকা জুটি। আর তারপর থেকেই একইসঙ্গে নানান জায়গায় তাদের দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই তারকা জুটি। মাঝে মধ্যেই নিত্যনতুন ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনরা। সম্প্রতি আবারও একবার তাদের দেখা গেল রিল ভিডিওতে।
View this post on Instagram
বর্তমানে এই ট্রেন্ডিং গানটিতে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই নেচে তাক লাগাচ্ছেন। আর সেই তালিকায় এবার বাদ গেলনা রুদ্রজিৎ ও প্রমিতাও। ভিডিওতে প্রমিতার পরণে রয়েছে হলুদ রঙের টপ ও নীল রঙের স্কার্ট। আর রুদ্রজিতের পরণে রয়েছে শার্ট ও প্যান্ট। কখনও বালিয়াড়িতে আবার কখনও জলের মধ্যেই তাঁদের হুকস্টেপে পা মেলাতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
দেখতে দেখতে দুটো বছর তারা একে অপরের সঙ্গে কাটিয়ে দিলেন। আর তাইতো বিবাহবার্ষিকী উপলক্ষে একান্তে সময় কাটাতে এই ভ্যাকেশন দুজনের কাছে বেশ স্পেশাল। রুদ্রজিৎ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন ‛ভ্যাকেশন মুড’। সম্প্রতি তাদের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।