Trina Saha: টাকা না দিলে নগ্ন ছবি ভাইরাল করার হুমকি অভিনেত্রী তৃণাকে!

নীল নেই কাছে, তারই মাঝে নতুন ঝামেলায় জড়ালেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। একেরপর এক ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে কাজ করেছেন। পাশাপাশি ওয়েবসিরিজের কাজ তো রয়েছেই। বর্তমানে তাকে স্টার জলসারই পর্দায় ‛বালিঝড়’ ধারাবাহিকে ‛জোড়া’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
আর তাই স্বভাবতই শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী। আর তারই মাঝে নতুন এক ঝামেলা এসে জুড়েছে। আর সেই নিয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়িকা। তিনি জানিয়েছেন যে, তার হোয়াটসঅ্যাপে কেউ একজন ম্যাসেজ করে তার নগ্ন ছবি ভাইরাল করে দেবে বলে হুমকি দিয়েছে। অভিনেত্রী জানান যে, সকাল বেলা তিনি একটি ফোন পান। যেখানে বলা হয় একব্যক্তি তার নামে লোন নিয়েছে। এমারজেন্সি নম্বর হিসেবে তার নম্বরও দেওয়া হয়েছে।
আর সেই লোন নেওয়া টাকার সংখ্যা ১২ হাজার ৩৬৩ টাকা। ওই ব্যক্তি তৃনাকে রীতিমতো হুমকি দিয়ে বলেন যে, সেই টাকাটা তৃনাকেই মেটাতে হবে। নাহলে তার নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেওয়া হবে। এই বিষয়ে তৃনা জানিয়েছেন তিনি জানেন না কিভাবে তার ফোন নম্বর ছড়িয়েছে। এমনকি লোন নেওয়া বা যিনি ফোন করেছেন সেই ব্যাক্তিকেও তৃনা চেনেন না বলেই তার মত।
তৃনা বলেছেন যে, ‛আপাতত এই নম্বরটা ব্লক করেছি। অভিযোগও করবো। আমি জানি না কিভাবে আমার নাম-নম্বর ছড়ালো। আপনাদেরও বলবো একটু সতর্ক থাকুন। প্রতারকদের থেকে দূরে থাকুন’।