×
Entertainment

‘কলি জুগে এগুলো চলে না, এই সিরিয়াল বন্ধ করুন’, শাড়ি-ব্লাউজ পরা নাগিন দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

নাগিন হওয়ার পরও ড্রেস চেঞ্জ করেনা, কি গরিব! ভিডিও ভাইরাল হতেই ট্রোলের মুখে ‛পঞ্চমী’ (Panchami) ধারাবাহিক। এইমুহূর্তে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛পঞ্চমী’। প্রথম থেকেই টিআরপি তালিকায় এই সিরিয়াল নিজের জায়গা ধরে রেখেছে। আসলে একঘেঁয়েমি সংসারের কূটকাচালি থেকে বেরিয়ে এসে ভিন্ন স্বাদের এই ধারাবাহিক সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

তবে, সম্প্রতি এবার সেই ধারাবাহিক নিয়ে ট্রোলের বন্যা বইলো নেটমাধ্যমে। ঘটনার সূত্রপাত একটি প্রোমোকে কেন্দ্র করে। স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, পঞ্চমী অর্থাৎ সুস্মিতা জলের নীচে সাঁতার কাটছে। কিন্তু তার পরণে উপরের অংশে রয়েছে লাল শাড়ি ও হলুদ ব্লাউজ। আর নীচের দিকের অংশ নাগিন রূপে রয়েছে। এই সেই দেখেই কটাক্ষ করেছেন নেটিজেনরা।

কেউ লিখেছেন ‛নাগিন হওয়ার পরও ড্রেস চেঞ্জ করেনা, কি গরিব!’ আবার কেউ লিখেছেন ‛গাজাখুরি গল্প’। আবার কেউ এই এডিটিং নিয়ে বলেছেন যে, এডিটিং দেখলে হাসি পায়। একজন বলেছেন, ‘কলি জুগে এগুলো চলে না, এই সিরিয়াল বন্ধ করুন’। আবার কেউ তো এই চ্যানেলগুলো বন্ধ হওয়া দরকার বলেও জানিয়েছেন। তবে, এসব নিয়ে এবার মুখ খুলেছেন গল্পের নায়িকা সুস্মিতা দে।

‘কলি জুগে এগুলো চলে না, এই সিরিয়াল বন্ধ করুন', শাড়ি-ব্লাউজ পরা নাগিন দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা -

অভিনেত্রী বলেছেন যে, ‛আমার কোনো মন্তব্যতেই কিছু মনে হয় না। যেদিন থেকে এই সিরিয়াল শুরু হয়েছে হয়েছে, তখন থেকে আমরা দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে, এই সিরিয়াল সম্পুর্ন পৌরাণিক। তাই আমাদের সিরিয়ালের ক্ষেত্রে যদি দর্শক যুক্তি দিয়ে না ভাবেন তা হলেই এই সিরিয়াল তাদের ভালো লাগবে’। একদিকে যেমন ট্রোলিং হয় এই ধারাবাহিক নিয়ে তেমনই আবার প্রশংসাও পায় এই ধারাবাহিক। এখন শুধু দেখার পালা আগামী দিনে কতটা মনজয় করতে পারে এই ধারাবাহিক।