কেশবের এখনও ২ বছর হয়নি, এরমধ্যেই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী!

তবে কি আবারও মা হতে চলেছেন মধুবনী? ইন্সটাগ্রামে আপলোড হওয়া মধুবনীর (Madhubani Goswami) ছবি ঘিরে জল্পনার ইঙ্গিত নেট মহলে! বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় তারকা দম্পতি হলেন রাজা-মধুবনী। একসময় স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর সিরিয়ালের হিরো ওম ওরফে রাজা গৌস্বামীর (Raja Goswami) সঙ্গেই প্রেমের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।
View this post on Instagram
২০১৬ সালে রিল লাইফ জুটি পরিণত হয় রিয়েল লাইফ জুটিতে। সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। ২০২১ সালের ৯ এপ্রিল রাজা ও মধুবনীর কোল আলো করে আসে তাঁদের সন্তান কেশব। আপাতত রাজা (Raja Goswami) শ্যুটিং করলেও মধুবনী সেই জগৎ থেকে সরেই রয়েছেন। সে এখন পুরোদমে সংসারী মানুষ। সন্তান ও সংসার নিয়ে তাঁর দিব্যি দিন কাটছে।
View this post on Instagram
সব কিছুর পাশাপাশি রাজা-মধুবনীর (Raja- Madhubani) রয়েছে একটি ইউটিউব চ্যানেলও (Youtube Channel)। যেখানে তাঁরা মাঝে মধ্যেই নিজেদের জীবনের নানান মুহুর্ত তুলে ধরেন। তবে, এরই মাঝে সম্প্রতি মধুবনীর করা পোস্ট ঘিরে উত্তাল নেট মাধ্যম। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। নীল রঙের গাউনে হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন যে, ‛ব্লেসড’। স্বভাবতই এই ছবি দেখে একেরপর এক গুঞ্জন রটেছে নেটমাধ্যমে। তাহলে কি ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী? আরে না মশাই তেমনটা একেবারেই নয়। আসলে এটা আগের ছবি। কেশবের জন্মের আগের। আর সেই ছবিই নতুন করে অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন। আর যা দেখে ভুল করেছেন নেটিজেনরা।