×
Entertainment

গর্ভাবস্থা দারুনভাবে উপভোগ করছে অভিনেত্রী, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মধুবনী

খুশির খবর সিনে জগতে। কেউ বিয়ে করছেন তো হতে চলেছেন বাবা মা। অভিনয় জগতের অনেকেই শুরু করতে চলেছেন জীবনের নতুন অধ্যায়। লকডাউনে অনেক অভিনেত্রীই গর্ভবতী হয়েছেন। ক্রমশ তাঁদের এগিয়ে আসছে ডেলিভারির ডেট। তাঁদের মধ্যে আবার অনেকেরই ডেলিভারি হয়ে গেছে।

সম্প্রতি রাজ ও শুভশ্রীর ঘরে এসেছে নতুন সদস্য। একটি ফুটফুটে পুত্র সন্তানের বাবা মা হয়েছে তাঁরা। গর্ভাবস্থা থেকে শুরু করে নতুন অতিথির আগমন হোক বা আগমনের পর প্রতিটি আনন্দের মুহূর্ত তাঁরা ভাগ করে নিয়েছেন তাঁদের অনুরাগীদের সঙ্গে। সব মুহূর্তের ছবি শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ADVERTISEMENT

তাঁদের দলে নাম লেখালেন টলিউডের ছোট পর্দার জনপ্রিয় দম্পতি মধুবনি ও রাজা গোস্বামী। কয়েকদিন আগেই তাঁরা জানিয়েছিলেন এই আনন্দ সংবাদ নিজেদের ইনস্টাগ্রাম পেজে। এরপর একের পর এক মুহুর্ত শেয়ার করতে থাকেন মাধুবনি তার গর্ভাবস্থায় কিভাবে কাটছে তা নিয়ে।

আজ বেবি বাম্পার ছবি পোস্ট করে জানালেন তাঁর বর্তমান পরিস্থিতির কথা। ছবিতে দেখা যাচ্ছে নায়িকাকে হলুদ রঙের ঢিলেঢালা লং কুর্তি পরে থাকতে। ছোটবেলার সেই মজার ছড়া ব্যাঙের জাদুঘর মনে আছে? সেখানে একটা লাইন ছিল – খায়, দায়, গান গায়/তাইরে নাইরে না। মধুবনির অবস্থা হয়েছে এখন ঠিক তাই। খাওয়া, ঘুমোনো, ছবি তোলা, গান গাওয়া, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঘুরিয়ে ফিরিয়ে কাজ বলতে এখন এই। এই হলো এখন নায়িকার বর্তমান পরিস্থিতি।

ADVERTISEMENT

Related Articles