কৃষ্ণপ্রেমেই মিলিয়ে দিল দুই হৃদয়, রাশিয়ান সুন্দরীর সঙ্গে চুপিসারে বাগদান সারলেন অভিনেতা গৌরব

টেলিপাড়ায় বাজলো বিয়ের সানাই। বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা গৌরব মন্ডল (Gourab Mondal)। টেলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ গৌরব। দুটি ধারাবাহিকে তাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে ‛নয়নতারা’ ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। আর এরই মাঝেই বিয়ে সারলেন অভিনেতা। কাউকে আচঁ পর্যন্ত পেতে দেননি বিয়ের। তবে কে হলেন গৌরবের জীবন সঙ্গিনী তাই ভাবছেন নিশ্চই? চলুন জেনে নেওয়া যাক যাক সেটাই।
View this post on Instagram
গৌরবের জীবনসঙ্গিনী ভারতীয় না হলেও ভারতের সংস্কৃতির অংশ। ইস্কনের সাধিকা তিনি। নাম চিন্তামনি ডিয়ানা। রাশিয়ান মেয়ে ডিয়ানা বৃন্দাবনে দীক্ষা গ্রহণ করেছেন। আর তারপর সেখান থেকেই দীক্ষা গ্রহণ করে নাম পরিবর্তন করে হন চিন্তামনি ডিয়ানা (Chintamoni Diana)। এদিন বৃন্দাবনের মাটিতেই গৌরব ও চিন্তামনি বাগদান সারেন। অভিনেতা গৌরবই নিজের বিয়ের কিছু ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর সেটা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।
ওই ভিডিওতে গৌরবকে আংটি হাতে কলকাতা থেকে বৃন্দাবনের উদ্যেশে রওনা দিতে দেখা যাচ্ছে। এরপরই আসে মূল পর্ব। বিয়ের সময় ডিয়ানার পরনে রয়েছে লাল পাড় সাদা সিল্কের শাড়ি, খোঁপা করা চুল ও কপালে টিপ। এদিকে গৌরবের পরনে রয়েছে লাল রঙের পাঞ্জাবি, কালো ট্রাউজার ও কপালে রসকলি। দুজনের গলাতেই রয়েছে মালা। রেজিস্ট্রি ম্যারেজের সময় ডিয়ানার হাতে আংটি পরিয়ে দেয় গৌরব। আর তারপর হয় মালাবদল।
View this post on Instagram
ইস্কনেই তাদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। যদিও এরই মাঝেই একবার ঘাগড়ায় সেজে উঠেছিলেন ডিয়ানা। তিনি শ্রীকৃষ্ণের ভক্ত। এমনকি খুব ভালো নৃত্যশিল্পীও বটে। সোশ্যাল মিডিয়ায় তার বেশ জনপ্রিয়তা। গৌরব ও ডিয়ানার বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভরিয়েছেন কমেন্ট বক্স।
Humppy র তরফ থেকে অভিনেতা গৌরব ও নৃত্যশিল্পী চিন্তামনি ডিয়ানার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তাদের বৈবাহিক জীবন সুখের হোক।