জনপ্রিয় গায়ক শোভনের সাথে চুপিসারে প্রেম করছেন রাধিকা! জল্পনা তুঙ্গে টলিপাড়ায়

টেলিভিশনের পর্দায় রাধিকা ও কর্ণের লাভ স্টোরি হিট। নেটিজেনরা যেখানে অন্যান্য সিরিয়াল নিয়ে বানিয়ে থাকে মিম। করে হাসি ঠাট্টা। তারাও এই সিরিয়ালের পরম ভক্ত। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা ও কুশলের ফ্যানদের বহুবার বলতে দেখা গেছে যে রিয়েল লাইফেও তারা তাদের প্রিয় জুড়ি রাধিকা ও কর্ণকে একসাথে দেখতে চায়। তখন স্বস্তিকাকে বলতে শোনা যায়, ওনারা দুজনেই অ্যাডাল্ট। সবেমাত্র আলাপ পরে এসব ভাবা যাবে বলে কথা এড়িয়ে যান নায়িকা। তবে এড়িয়ে যাওয়ার কারণ কি এই গায়ক!
নায়িকা আসলে নায়ককে না এই গায়ককে পছন্দ করেন! সবই জল্পনার মধ্যে রয়েছে আপাতত। টলিপাড়ায় এখন জোর জল্পনা এই নিয়ে। তবে কর্ণ সেন অর্থাৎ ক্রুশলও যে রাধিকার প্রেমেই মগ্ন তা নয়। সম্প্রতি ক্রুশল কেও দেখা গেছে অভিনেত্রী অদ্রিজার সাথে। তবে তাঁরাও এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করেননি যে তাঁরা সম্পর্কে আছেন।
সোশ্যাল মিডিয়ায় ক্রুশল ও অদ্রিজার মতো স্বস্তিকাও ইনস্টাগ্রামে সেলফি স্টোরি দিয়েছেন গায়ক শোভন গাঙ্গুলির সাথে। সঙ্গে ক্যাপশন “এই মানুষটিকে বিচার করতে এসো না।’ অবশ্য শোভনও কিছু কম যান না। স্বস্তিকার ছবি নিজের ইনস্টাগ্রামের স্ট্যাটাসে দিয়ে লিখেছেন ‘কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা দিনেই তোমায় লাগে ভালো।’
যেখানে শোভন গাঙ্গুলি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন। সেই জায়গায় স্বস্তিকার ছবি স্ট্যাটাস দিয়ে এমন রোমান্টিক লাইন লেখা নিয়ে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়া থেকে টলিপাড়া সর্বত্র জায়গায়। কয়েকদিন আগেই গায়ক শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তীর এনগেজমেন্ট হয়েছে। তারপরই গায়কের এই স্ট্যাটাস কি বলে দিচ্ছে অনেক কিছুই! এখনও অবধি কল্পনা করেই চলছে তাঁদের সম্পর্ক। অফিসিয়ালি কোনো আপডেট এখনও দেননি তাঁদের মধ্যে কেউই।