মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অভিনয়ে ফিরলেন সৈরিতি, ‘দেশের মাটি’তে নয়া রূপে দেখা যাবে অভিনেত্রীকে

বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় মিষ্টি অভিনেত্রী হলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়। অভিনয় দিয়েই তিনি তিনি মন জয় করে নিয়েছিলেন সকল দর্শকদের। মডেলিং এর হাত ধরে গুটি গুটি পায়ে কেরিয়ার শুরু করেন সৈরিতি। এরপর ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে লিড রোলে অভিনয় করে প্রথম টেলিভিশন এর পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।
আর তারপর একে একে রূপসী বাংলায় ‘নাগলীলা’, জি বাংলার ‘বাক্স বদল’ সিরিয়ালেও তাঁকে প্রধান চরিত্রে দেখা যায়। তবে, ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে সৈরিতি ও নীল এর জুটি দর্শকদের বেশ মনে ধরেছিল। আর তারপর দর্শকরা এও ভাবেছিলেন যে, রিল লাইফ জুটি বাস্তবেও একে অপরকে ডেট করছেন।
কিন্তু তাঁরও আগে থেকে যে, নীল তৃনাকে মন দিয়ে রেখেছিল তা তখন অনেকেরই অজানা ছিল। এরপর অভিনেত্রী রোহিত ঝাঁ নামের একজনকে বিয়ে করেন। আর তারপর চুটিয়ে সংসার করেন তিনি। রীতিমতো সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। আর তারপর হটাৎ করেই একদিন শোনা যায় তিনি মা হতে চলেছেন।
আর অবশেষে ২০২০ সালের জুন মাসে ফুটফুটে মিষ্টি একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী সৈরিতি। এতদিন তাঁকে নিয়ে চলছিল তাঁর জীবন। তবে, এবার স্বামী, সন্তান ও সংসারের পাশে আবার নিজের কেরিয়ারে ফোকাস করছেন অভিনেত্রী। আবারও ছোটপর্দায় দেখা মিলবে তাঁর। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি সিরিয়ালে দেখা যাবে তাঁকে। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম কাজ হতে চলেছে।
View this post on Instagram
লীনা গঙ্গোপাধ্যায় এর হাত ধরে তিনি আবার ফিরছেন। ধারাবাহিকে একজন বিলেত ফেরত মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। আর তাঁর বাবার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে। আপাতত দর্শকরা মুখিয়ে রয়েছে তাঁদের প্রিয় অভিনেত্রীকে ফের পর্দায় দেখার জন্য। সম্প্রতি এই খবরই প্রকাশ্যে এসেছে।
View this post on Instagram