শীঘ্রই আসছে সুখবর, স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টেলি অভিনেত্রী মধুবনী
টেলিভিশন জগতের অতি জনপ্রিয় মুখ রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। একসময় স্টার জলসায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ এ রাজা ‘ওম’ ও মধুবনী ‘তোড়া’ র চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছিল সকল দর্শকদের। তাঁদের দুষ্ট-মিষ্টি প্রেম দেখার জন্য মুখিয়ে থাকতো দর্শকরা।
অবশেষে এই রিল লাইফ জুটি বাস্তবে রিয়েল লাইফ জুটি হয়েছিল। বছর চারেক হয়ে গেছে তাদের বিবাহিত জীবনের। কিছুদিন আগেই উত্তর কলকাতায় মধুবনী নিজের বিউটি পার্লার খুলেছে। যা নিয়ে তিনি বেজায় খুশি।
তবে, এই খুশির মধ্যেও রয়েছে আরও একটি খুশির খবর। সম্প্রতি নিজেরাই খোলসা করে জানালেন সে কথা। আর সেটি হল তাদের চার বছরের বিবাহিত জীবনে আসতে চলেছে নতুন সদস্য। এবার তাঁদের দুই থেকে তিন হওয়ার পালা। তাঁদের সংসারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন খুদে সদস্য।
মাঝে মধ্যেই বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করেন অভিনেত্রী। এমনকি ‘বেবি বাম্প’-এর ছবি পোস্ট করে গর্ভের সন্তানকে পুচু বলেও ডাকেন মধুবনী। তবে, সম্প্রতি মধুবনী একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সেখানে তাকে এবং রাজাকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে মধুবনী ক্যাপশনে লিখেছেন “লাঞ্চ ডেট” । রাজার পরনে রয়েছে সাদা রঙের টিশার্ট ও উপরে কোর্ট। আর মধুবনীর পরনে রয়েছে গ্রীন ও হালকা অরেঞ্জ রঙের কম্বিনেশন এর গাউন। আর মাথায় টুপি।
সম্প্রতি তাঁদের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।