মায়ের সেবাযত্ন করছে ছোট্ট ছেলে, গর্ভবতী করিনাকে রান্না করে খাওয়ালেন পুঁচকে তৈমুর
কিছুদিন আগেই ৪০ এ পা দিয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী লেডি করিনা কাপুর। তাঁর সৌন্দর্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০ সকলে। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশনও নজর কাড়ে সবার। সবসময়ই গশিপের শীর্ষে থাকে এই বলি সুন্দরী তথা খান ঘরণী।
২০১৬ সালে করিনা ও সইফের জীবনে আসে তাদের প্রথম সন্তান তৈমুর। সম্প্রতি মাস দুয়েক আগে দ্বিতীয় বার মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছেন নায়িকা। নবাব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রেগনেন্সি পিরিয়ড যে দারুন ভাবে এনজয় করছে বেবো তা তাঁর ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়।
তবে, দীপাবলির আগে তৈমুরকে নিয়ে হিমাচল প্রদেশে রওনা দিয়েছিলেন বেবো। সেই থেকেই এখনও পর্যন্ত ধরমশালাতেই রয়েছেন করিনা। অন্তঃসত্ত্বা অবস্থায় ধরমশালায় বর্তমানে ছুটি কাটাতে ব্যস্ত অভিনেত্রী।
আর সেই ছুটির ফাঁকেই ছোট্ট তৈমুরকে নিয়ে মৃৎশিল্পীদের ডেরায় হাজির হয়েছিলেন বেবো বেগম। আর তারপরই তৈমুরকে নিয়ে মাটির পাত্র তৈরি করেছিলেন করিনা। মায়ের সঙ্গে ধর্মাকোর্টে গিয়ে মাটির পাত্র তৈরি করে বেজায় খুশি হয়েছিলেন তৈমুর।
তবে, এবার মায়ের জন্য ছোট্ট তৈমুর কেক বানানোর চেষ্টা করছেন। আসলে হোটেল কর্তৃপক্ষই ছোট্ট তৈমুরকে আনন্দ দেওয়ার জন্য এমন কিউলিনারি সেশনের আয়োজন করেছিলেন। আর সেখানেই দেখা যাচ্ছে ছোট্ট তৈমুর গলে যাওয়া চকোলেট ছাঁচে ফেলছে। ছেলের এই কাজ মন দিয়ে দেখছেন কারিনা।
ছোট্ট তৈমুরের জন্য এমন আয়োজন দেখে করিনা হোটেল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এমনকি এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন।