দীনের পর দিন দীপার ওপর অত্যাচার হয়েছে, সূর্যর সামনে মিশকার মুখোশ খুলে দিল তবলা! জানুন আসল ব্যাপারটা

Anurager Chhowa: এবার সূর্যর সামনে মিশকার (Mishka) মুখোশ খুলে দিল তবলা (Tobla)। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বর্তমানে দীপা-সূর্য যে একসঙ্গে রয়েছে তা সকলেরই জানা। আর একসঙ্গে থাকতে থাকতে তারা আবারও একে অপরের কাছে আসছে। দীপা-সূর্য (Dipa-Surya) যাতে একসঙ্গে সারাজীবন থাকতে পারে সেজন্য তবলাও চেষ্টা করছে। আর তাইতো সাধুবাবা সেজে মিশকাকে নানানভাবে হেনস্থা করে।
কিন্তু অবশেষে মিশকার কাছে ধরা পরে যায় তবলা। আর তারপরই মিশকা প্ল্যান করে যে, সে উল্টো চাল দেবে। আর সেই মতোন সাধু তবলাকে কনভেন্স করিয়ে দীপার বাড়িতে নিয়ে যায়। আর সেখানেই দু-এক কথা বলার পরই মিশকা (Mishka) তবলার (Tabla) নকল দাঁড়ি-গোঁফ সব খুলে দেয়। আর সূর্যকে বলে দীপা ও তবলা (Dipa-Tabla) মিলে আবারও তাকে ঠকাচ্ছে।
যদিও দীপা-তবলা (Dipa-Tabla) যতই সূর্যকে বোঝানোর চেষ্টা করুক না কেন সূর্য কিছুতেই বুঝতে চায়না। বরং আরও বেশি করে দীপাকে ভুল বুঝতে থাকে। এরমাঝে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে তবলা একটি ভিডিও (Video) দেখায় সূর্যকে। আর সেটা দেখিয়ে বলে যে, দেখো তোমার বন্ধু কিভাবে দিনেরপর দিন দীপার উপর অত্যাচার করেছে। আর এসব দেখে তো মিশকা (Mishka) রীতিমতো চমকে যায়। আর সূর্যও অবাক হয়ে যায়। এখন শুধু দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় দীপা-সূর্যের (Dipa-Surya) সম্পর্কের সমীকরণ।
যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। আসলে এটি ‛All Time Update’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এই ভিডিওর (Video) সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।