EntertainmentVideoViral Video

তীব্র গরমে সুইমিং পুলের জলে রোমান্টিক মুডে শ্বেতা-রুবেল! ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

গ্রীষ্মের দাবদাহ তাদের ছুঁতে পারেনি এতটুকুও। বরং এই কাঠফাটা রৌদেও তারা ভেসেছেন প্রেমের জোয়ারে। কাদের কথা বলছি বলুন তো দেখি? তারা হলেন টেলিপাড়ার পাওয়ার কাপেল রুবেল ও শ্বেতা। সিরিয়াল করতে করতে প্রেমে পড়া। অবশেষে সেই প্রেমের পরিণতি পাওয়া বিয়ের মধ্যে দিয়ে। এসব টেলিপাড়ায় কিছু নতুন বিষয় নয়। তেমনই ‛যমুনা ঢাকি’র সেট থেকেই প্রেমের সূত্রপাত শ্বেতা ও রুবেলের (Sweta-Rubel)।

রিল লাইফের ভালোবাসা গড়িয়েছে রিয়েল লাইফেও। আর তা মোটামুটি কমবেশি সকলেরই জানা। প্রথম প্রথম সম্পর্কে ‛লুকাছুপি’ থাকলেও বর্তমানে আর রাখঢাক না করে তারা খুল্লাম খুল্লাম প্রেম করছেন। টেলিপাড়ার অন্দর এখন তাদের প্রেমকাহিনীতেই ভরা। এই দুই লাভ বার্ডসদের প্রায় অধিকাংশ দর্শকই পছন্দ করেন। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তারা উঠে আসেন পেজ থ্রির পাতায়।

কখনও ভালোবাসার দিনে একে অপরকে দেওয়া উপহার নিয়ে তারা হাজির হন ক্যামেরার সামনে। আবার কখনও পরিবারের বিশেষ দিনে তারা একসঙ্গে শাড়ি-পাঞ্জাবিতে ধরা দেন। তবে, এবার এসব থেকে একটু বেরিয়ে গিয়ে অন্তরঙ্গ মুহূর্তে ক্যামেরাবন্দী হলেন এই লাভ বার্ডস। তীব্র গরমও যে তাদের প্রেম কাহিনীতে একফোঁটা ছেদ ফেলতে পারেনি তা প্রমাণ করলো এই ভিডিও (Video)। গরমের মাঝেও তারা যেন এক অন্য প্রেমকাহিনী লিখলেন।

সম্প্রতি রুবেল নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে শ্বেতা ও রুবেল দুজনকেই কোনো এক রিসোর্টের সুইমিং পুলে জলকেলি করতে দেখা যাচ্ছে। কখনও জলের নিচ থেকে শ্বেতাকে তুলে ধরছেন রুবেল আবার কখনও জলের মধ্যেই কোলে তুলে নিতে দেখা যাচ্ছে শ্বেতাকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। রুবেলের (Rubel Das) পরণে রয়েছে কমলা রঙের টি-শার্ট। আর শ্বেতার (Sweta Bhattacharya) পরণে রয়েছে ফুলহাতা টি-শার্ট, কালো রঙের প্যান্ট ও চোখে সানগ্লাস।

ভিডিও শেয়ার করে রুবেল ক্যাপশনে লিখেছেন যে, ‛তুমি এবং আমি একসঙ্গে থাকলে এভাবে জাদু তৈরি হবে সারাজীবন’। সঙ্গে ইমোজিও দিয়েছেন। যথারীতি এই ভিডিওর কমেন্টবক্সে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛তোমরা সারাজীবন একসঙ্গে থেকো’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর কাপেল’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) শ্বেতা-রুবেলের এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)