৪২-এও বোল্ড স্বস্তিকা, হট লুকে এই শীতেও উষ্ণতা ছড়ালেন বাঙালি অভিনেত্রী, ভাইরাল ভিডিও

গতকাল ছিল তার জন্মদিন। কার কথা বলছি আন্দাজ করতে পারছেন? তিনি হলেন বঙ্গ তনয়া স্বস্তিকা। পাশাপাশি বলা যায় যে, সাহসিকতারও আরেক নাম স্বস্তিকা (Swastika Mukherjee)। এদিন আবার বোল্ড লুকে নেটমাধ্যমে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। বরাবরই ছক ভাঙতে তিনি ওস্তাদ। সে অভিনয়েই বলুন বা নিত্যনতুন কোনো ফটোশ্যুটে। যদিও এই নিয়ে তাকে কম কটাক্ষ শুনতে হয়না। কিন্তু তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং নিজের ছন্দেই তিনি সাজিয়েছেন নিজের জীবন।
View this post on Instagram
টলিপাড়ার অন্যতম সুন্দরী নায়িকা তিনি। বয়স চল্লিশের কোঠায় পৌঁছালেও তার রূপে আজও মজে হাজার পুরুষ। শুধু টলিউডই নয় বরং বলিউডের তিনি নিজের জায়গা করে নিয়েছেন। নিজের ট্যালেন্টের জোরেই তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার। সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ছবি ‛কালা’। এটি নেটফ্লিক্স অরিজিনালসে মুক্তি পেয়েছে।
View this post on Instagram
সিনেমায় উর্মিলা মঞ্জুশ্রীর চরিত্রে স্বস্তিকার দুর্দান্ত অভিনয় স্বভাবতই মনজয় করে নিয়েছে তার অনুরাগীদের। বেশ রহস্যময় এই চরিত্রে রয়েছে একাধিক শেডস। বিশেষ করে সিনেমায় স্বস্তিকার চোখের ভাষা আলাদা করে নজর কেড়েছে সকলের। সবমিলিয়ে সাফল্যের মুখে অভিনেত্রীর এই নতুন ছবি। তবে, কাজের ফাঁকেও কিন্তু স্বস্তিকা মাঝেমধ্যেই ধরা দেন হট লুকে।
View this post on Instagram
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে তাকে দেখা যাচ্ছে একদম সাহসী লুকে। কখনও বিছানার মধ্যে বসে আবার কখনও জানলার পাশে বসে একেরপর এক পোজে ছবি তুলেছেন। পরণে রয়েছে কালো রঙের অন্তর্বাস। তার উপর সাদা রঙের বাথিং ড্রেস। পোশাকের মধ্যে থেকে উন্মুক্ত ক্লিভেজ। শর্ট হেয়ার চোখে চশমা। প্রত্যেকটি ছবিকে একসঙ্গে করে একটি ভিডিও করেছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে স্বস্তিকা নিজেকেই নিজে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি তিনি ৪২-য়ের কোঠায় পা দিয়েছেন। তিনি নিজেই নয় ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন অভিনেত্রীর কমেন্টবক্স।