বিকিনি লুকে প্রেমিকের বাহুডোরে স্বস্তিকা কন্যা অন্বেষা, দেখে অবাক নেটবাসী

পয়লা বৈশাখে বিকিনি লুকে উষ্ণতার পারদ চড়ালেন স্বস্তিকা (Swastika Mukherjee) কন্যা অন্বেষা (Anwesha Mukherjee)! মুহূর্তে ভাইরাল ছবি। টলি অভিনেত্রী স্বস্তিকাকে নিয়ে তো আশাকরি বলার কিছু নেই। তবে, শুধু টলিউডই নয় বলা যায় তিনি হলেন প্যান ইন্ডিয়া স্টার। এই বয়সেও তার রূপে মজে হাজার পুরুষ। সোশ্যাল মিডিয়ায় কোনো একটি ছবি তিনি পোস্ট করলেই তা ভাইরাল (Viral) হয় হুড়হুড়িয়ে।
১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পি সাগর সেনের (Sagar Sen) ছেলে প্রমিত সেনের (Pramit Sen) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। স্বস্তিকা ও প্রমিত-এর একমাত্র মেয়েই হলেন অন্বেষা (Anwesha Mukherjee)। তবে, বেশিদিন স্থায়ী হয়নি সংসার। মাত্র দু বছরের মধ্যেই ভেঙে যায় সংসার। একরত্তি দুধের শিশুকে কোলে নিয়েই শশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন স্বস্তিকা। আর তারপর থেকে মেয়েকে নিয়েই তার লড়াই শুরু। একা হাতে মেয়েকে ও কেরিয়ার দুটোই সমান তালে সামলে চলেছেন।
মায়ের মতো মেয়েও সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ এক্টিভ। আর এবার বৈশাখের প্রথম দিনেই তার দেখা মিললো বিকিনি অবতারে। সঙ্গে রয়েছে প্রেমিক শ্লোক চন্দন। স্বস্তিকার মতো মেয়ে অন্বেষাও জীবন নিয়ে বেশ খোলামেলা। আর তাইতো সম্প্রতি তিনি শেয়ার করে নিয়েছেন নিজের ডেটিং-এর ছবি। মোট তিনটি ছবি শেয়ার করেছেন অন্বেষা। যার প্রথমটিতে অন্বেষাকে (Anwesha Mukherjee) নীল রঙের বিকিনিতে দেখা যাচ্ছে। পিছন থেকে জড়িয়ে আছে শ্লোক চন্দন (Shlok Chandan)।
আর দ্বিতীয় ছবিটি কলকাতার একটি নামী রেস্তোরাঁর। শেষে শ্লোকের একটি ছবি শেয়ার করে অন্বেষা লিখেছেন যে, ‛তোমার সঙ্গে একটু বেশিই সময় কাটাই’। বর্তমানে আমেরিকার কার্ডিফে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে গিয়েছেন অন্বেষা। কিন্তু তারমাঝে সময় সুযোগ পেলেই ফিরে আসেন কলকাতায় (Kolkata)। তখন হয় মা আর নয়তো প্রেমিকের সঙ্গে চুটিয়ে সময় কাটান।
দিনকয়েক আগেই মেয়ে ও তার প্রেমিককে সঙ্গে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। আর সেই ছবিও অন্বেষা শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। সম্প্রতি অন্বেষার এই বিকিনি লুকের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।