Swastika Mukherjee: ট্রান্সপারেন্ট পোশাকে স্পষ্ট কালো অন্তর্বাস, হট লুকে এই বয়সেও পুরুষদের রাতের ঘুম কাড়ছেন স্বস্তিকা

Swastika Mukherjee: বরাবরই তিনি একজন স্বাধীনচেতা মনের মানুষ। নিজের মনের কথা বলতে দুবার ভাবেন না। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukkherjee)। অকপট, সাহসী একজন অভিনেত্রী। নিজের জীবনটা তিনি নিজের ছন্দেই কাটান। আর এই কারণে স্বস্তিকা অনেকের কাছেই প্রশংসার পাত্রী। কিন্তু অনেকেই আবার তাকে নিয়ে নানান রকম ট্রোলিং থেকে শুরু করে কটাক্ষ করতে ছাড়েন না।
তবে, এই ব্যাপারে স্বস্তিকাও চুপ থাকেন না। নিজের মতোন করে সপাটে দেন জবাব। সম্প্রতি এবার নতুন লুকে সমাজের কাছে আরও এক বার্তা তুলে ধরলেন স্বস্তিকা (Swastika Mukkherjee)। সম্প্রতি রিলিজ হয়েছে স্বস্তিকার নতুন ছবি শ্রীমতী। SVF র ব্যানারের এই ছবি হল পায়নি। এমনকি সঠিক শো টাইমও পায়নি। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ খানিকটা অভিমানও উগরে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি নতুন লুকে ধরা দিলেন স্বস্তিকা।
তার পরনে রয়েছে পাতলা কালো রঙের ট্রান্সপারেন্ট পোশাক। পোশাকের মধ্যে দিয়ে কালো অন্তবাস স্পষ্ট। হাতে মোটা শাঁখা-পলা। সেই হাতেই পেঁচানো জুঁইফুলের মালা। পাতিয়ে আচরানো চুল। স্বস্তিকার এই লুক দেখলেই আপনার মনে আসবে আগেকার দিনের সেইসব পুরুষদের কথা। যারা কিনা একটা সময় এরকম সাজে হাতে মালা পেচিয়ে বাইজি বাড়ি যেতেন। এমনকি গান শুনতেন, মনোরঞ্জন হতেন।
View this post on Instagram
ছবি শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লিখেছেন যে-‛পুরুষদের পৃথিবী বলে কিছু নেই। এই পৃথিবী তোমার। যা মন চায় তাই পরো, নিজে সত্য থাকো’। স্বস্তিকার এই ছবি পোস্ট হওয়া মাত্রই হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।