Swastika Mukherjee: প্রযোজনা সংস্থার হাতে হেনস্থার শিকার টলি ডিভা স্বস্তিকা!

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) এই নামটা সিনেমা প্রেমী দর্শকদের কাছে আলাদাই একটি জায়গা জুড়ে থাকে। যিনি কিনা হাজারও বিতর্ক, কটাক্ষকে এক নিমেষেই দূরে সরিয়ে দেন। আর সবসময়ই মেতে থাকেন আনন্দে। আর যা ধরা পড়ে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে, এবার প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ হলেন স্বস্তিকা! কিন্তু বিষয়টি কি তাই ভাবছেন নিশ্চই?
সম্প্রতি প্রযোজনা সংস্থার হাতে হেনস্থা হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন স্বস্তিকা। আর যা নিয়ে সরগরম নেটপাড়া। পরিচালক অরিন্দম ভট্টাচার্যকে আশাকরি সকলেই চেনেন। তারই আগামী ছবি ‛শিবপুর’-এ কাজ করেছেন স্বস্তিকা। আর এই ছবিরই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কথায় তার ছবি বিকৃত করে দেওয়ার মতো হুমকি তিনি পেয়েছেন।
View this post on Instagram
গোটা বিষয়টিতে তিনি ইতিমধ্যেই পুলিশ ও ইম্পাতে অভিযোগ জানিয়েছেন। অজন্তা সিংহ রায় ও সন্দীপ সরকারের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির শ্যুটিং গতবছরই সেরেছিলেন স্বস্তিকা। সিনেমায় বহুদিন পর আবারও একবার স্বস্তিকা ও পরমব্রতকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। এছাড়াও খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর-র মতো তাবড় তাবড় সব শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন।
এই বিষয়টি প্রসঙ্গে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন যে, ‛যে কোনও কাজে সৃজনশীল মতবিরোধ হতেই পারে। এক্ষেত্রেও তাই হয়েছে। বাইরে থেকে আমার কোনও মন্তব্য করা উচিত নয়’। এছাড়া প্রযোজনার তরফ থেকে জানানো হয়েছে যে, ‛অভিযোগের সত্যি-মিথ্যা নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাই না। তবে আমাদের কাছে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে। আইনত পদক্ষেপ নেওয়া হবে’।
এখন শুধু অপেক্ষার পালা কত তাড়াতাড়ি এত সব জটিলতা কাটিয়ে মুক্তি পাবে এই ছবি। ৮০-র দশকের হাওড়া শিবপুর অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি থ্রিলারধর্মী ছবি হল ‛শিবপুর’।