Entertainment

Swastika Mukherjee: আকাশি বিকিনিতে উথলে পড়ছে ভরা যৌবন, স্বস্তিকাকে প্রেমের প্রস্তাব ভক্তের

‛তোমার সঙ্গে খুব প্রেম করতে ইচ্ছে হচ্ছে! করবে কি আমার সাথে প্রেম?’ সোশ্যাল মিডিয়ায় ভিডিও (Video) পোস্ট করতেই স্বস্তিকাকে প্রশ্ন এক নেটিজেনের। আর করবে নাই বা কেন তার হট লুক দেখে আজও কুপোকাত ভক্তরা। টলিউড ইন্ডাস্ট্রি মানেই সুন্দরীদের ঢল। তারা সকলেই তাদের অভিনয় দক্ষতা দিয়ে মনোরঞ্জন করে চলেছেন অগণিত ভক্তদের। রিল হোক বা রিয়েল সব নিয়েই তারা থাকেন সংবাদের শিরোনামে। তবে, এই সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)।

বরাবরই তিনি একজন স্বাধীনচেতা মনের মানুষ। নিজের মনের কথা বলতে দুবার ভাবেন না। অকপট, সাহসী একজন অভিনেত্রী স্বস্তিকা (Swastika Mukherjee) নিজের জীবনটা তিনি নিজের ছন্দেই কাটান। আর এই কারণে স্বস্তিকা অনেকের কাছেই প্রশংসার পাত্রী। কিন্তু অনেকেই আবার তাকে নিয়ে নানান রকম ট্রোলিং থেকে শুরু করে কটাক্ষ করতে ছাড়েন না। তবে, এই ব্যাপারে স্বস্তিকাও চুপ থাকেন না। নিজের মতোন করে সপাটে দেন জবাব। যার কারণে ভুঁড়ি ভুঁড়ি প্রশংসাও পান বৈকি।

১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের (Sagar Sen) ছেলে প্রমিত সেনের (Pramit Sen) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে, বেশিদিন স্থায়ী হয়নি সংসার। মাত্র দু বছরের মধ্যেই ভেঙে যায় সংসার। একরত্তি দুধের শিশুকে কোলে নিয়েই শশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন স্বস্তিকা। আর তারপর থেকে মেয়েকে নিয়েই তার লড়াই শুরু। একা হাতে মেয়েকে ও কেরিয়ার দুটোই সমান তালে সামলে চলেছেন।

নিজের জীবন নিয়ে বরাবরই খোলামেলা স্বস্তিকা (Swastika Mukherjee)। বলতে গেলে নিজের অভিনয় দক্ষতার জোরেই তিনি আজ প্যান ইন্ডিয়া স্টার। তবে, কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ স্বস্তিকা। মাঝেমধ্যেই ঝড় তোলেন নেটমাধ্যমে। সম্প্রতি এবার আরও একবার নজরকাড়া লুকে ধরা দিলেন অভিনেত্রী। সম্প্রতি স্বস্তিকা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ভিডিওটি (Video) শেয়ার করেছেন।

যেখানে তাকে পুলের পাশে দাঁড়িয়ে একেরপর এক পোজে ছবি তুলতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে আকাশি রঙের বিকিনি ও নীল রঙের স্কার্ট। চোখে সানগ্লাস। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট ক্লিভেজ। স্বস্তিকা (Swastika Mukherjee) তার ছবি থেকে সেখানকার পরিবেশ সবকিছুই একটি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনদের। কেউ লিখেছেন ‛হটি’। আবার কেউ তাকে প্রেমের প্রস্তাব দিয়ে লিখেছেন ‛তোমার সঙ্গে খুব প্রেম করতে ইচ্ছে হচ্ছে! করবে কি আমার সাথে প্রেম?।

আবার কেউ কটাক্ষ করে লিখেছেন যে, ‛ম্যাডাম আপনার বয়স হয়ে গেছে’। আবার পাশাপাশি অনেক নোংরা মন্তব্যও ধেয়ে এসেছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) স্বস্তিকার (Swastika Mukherjee) এই ভিডিও (Video)।