Beautiful, মঞ্চের উপর দুর্দান্ত সুরে অসাধারণ গান ‘অনুরাগের ছোঁয়া’র ‘দীপা’ স্বস্তিকার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

‛Do Ghoont‘ গানে ফের একবার মঞ্চ মাতলেন ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের দীপা (Dipa) ওরফে স্বস্তিকা (Swastika Ghosh)। দীর্ঘদিন ধরে প্রথমস্থান দখল করেছিল এই সিরিয়াল। তবে, চলতি সপ্তাহে এসে খানিকটা নম্বর কমেছে এই ধারাবাহিকের। যারফলে দ্বিতীয় স্থানে এসে পৌঁছেছে সিরিয়াল। তবে, তাই বলে জনপ্রিয়তা কমেনি এতটুকু। সকলেই উদগ্রীব কবে মিশকার (Mishka) শয়তানি ধরা পড়বে। আর আবারও এক হবে সূর্য-দীপা (Surya-Dipa)।
আর এই দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। এটাই তার প্রথম সিরিয়াল। কিন্তু প্রথম সিরিয়াল দিয়েই সে বাজিমাত করেছে। খুবই কম সময়ের মধ্যে সে সকলের মনজয় করে নিয়েছে। আর সিরিয়ালের হাত ধরে সূর্য-দীপা (Surya-Dipa) অর্থাৎ দিব্যজ্যোতি ও স্বস্তিকার (Dibyajoyti-Swastika) জুটিও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। আর এই দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। মাচা শোয়ের মঞ্চে তারা যে ভালোবাসা পান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। আর যেখানে অজস্র ভক্তদের মাঝে হাজির হয়েছেন সকলের প্রিয় দীপা। এদিন দীপার (Dipa) বেশে নয় বরং স্বস্তিকার (Swastika Ghosh) বেশেই ধরা দিয়েছিলেন নায়িকা। তার পরণে রয়েছে কালো রঙের জিন্স। পার্পেল কালারের হাই নেক টপ ও তার উপর কালো কালো রঙের সিকোয়েন্সের জ্যাকেট। ‛দিশারী ক্লাব’-এর (Disari Club) আয়োজনে ‛দিশারী উৎসব ২০২৩’ এ হাজির হয়েছিলেন অভিনেত্রী।
এদিন সকলের প্রিয় দীপাকে (Dipa) কাছে পেয়ে আনন্দে আত্মহারা সকলেই। তবে, কিছু কাকিমা আবার খানিকটা অভিমান করেই দীপাকে বলেছেন বারবার ধারাবাহিকে একই পর্ব ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। যদিও সেটা কেন দেখানো হচ্ছে এদিন খোলসা করে বলেন স্বস্তিকা। পাশাপাশি একটু ধৈর্য্য ধরে ‛অনুরাগের ছোঁয়া’ দেখার অনুরোধ করেন। খুব শীঘ্রই ভালো কিছু দেখানো হবে বলে আশ্বাস দিয়েছেন অভিনেত্রী।
এদিন তাকে ‛Do Ghoont Mujhe bhi Pila De Sharabi‘ গানটি গাইতে শোনা যায়। শুধু তাই নয় এদিন ‛Mungda‘ গানটিও তার গলায় শোনা যায়। পাশাপাশি তাকে কোমর দোলাতেও দেখা যায়। স্বস্তিকার (Swastika Ghosh) অভিনয় নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই। পাশাপাশি স্টেজ শোয়ের মঞ্চে তার গানের গলাও শুনেছেন সকলেই। আর তাতে মুগ্ধ তার অনুরাগীরা। সবমিলিয়ে স্বস্তিকা একেবারে ফুল প্যাকেজ। এদিন ‛Ashirbad Photography‘ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।