চুপিসারে দিব্যজ্যোতির সাথে প্রেম করছেন স্বস্তিকা! মুখ খুললেন ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা

তাহলে কি রিলের সম্পর্ক গড়ালো রিয়েলে? সূর্য ওরফে দিব্যজ্যোতির (Dibyajyoti) সঙ্গে প্রেম করছে দীপা ওরফে স্বস্তিকা (Swastika)। বর্তমানে এই গুঞ্জনেই ভরে গিয়েছে টেলিপড়া। এই মুহূর্তে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিক নিয়ে যেমন মানুষের উন্মাদনা তুঙ্গে তেমনই সিরিয়ালের চরিত্রদের ব্যাক্তিগত জীবনের কথা শুনতে সকলেই বেশ উৎসুক।
ধারাবাহিকের মিষ্টি জুটি হল দীপা-সূর্য। তাদের কারোরই বয়স তেমন একটা বেশি নয়। কিন্তু ধারাবাহিকের পর্দায় স্বামী-স্ত্রী থেকে দুই সন্তানের বাবা-মা-য়ের চরিত্র তারা ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছেন। স্বভাবতই যা মন কেড়েছে নেটিজেনদের। দেখতে দেখতে ১ বছর পার করলো টিম অনুরাগের ছোঁয়া। আর সেই উপলক্ষে টলি টাইমের মুখোমুখি দীপা ওরফে স্বস্তিকা।
আর এদিন দিব্যজ্যোতি ও স্বস্তিকার মধ্যে আদেও কোনো সম্পর্ক আছে নাকি সেই নিয়ে মুখ খুলেছেন অনুরাগের ছোঁয়ার নায়িকা দীপা। অভিনেত্রী জানিয়েছেন যে, কাজের মাঝখানে এমন প্রচুর কথা আসে। এমন প্রচুর কথা শুনবেনও। কিন্তু গুজব থেকে দূরে থাকবেন। সব কথা সত্যি হয়না। আমরাও যেমন ইগনোর করছি তেমন আপনারাও ইগনোর করুন।
এমনকি এদিন সাক্ষাৎকারে দীপা চরিত্রটা নিয়েও বেশ কিছু কথা বলেন অভিনেত্রী। পাশাপাশি কো-স্টার দিব্যজ্যোতির সঙ্গে তার বন্ডিং নিয়েও এদিন কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। সবনিয়ে একেবারে জমে উঠেছিল আড্ডা। ‛Tolly Time’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে।