Advertisement
EntertainmentVideoViral Video

বহু প্রতিভার অধিকারী, মাচা শোতে দুর্দান্ত নাচে ঝড় তুললেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Current Laga গানে প্রকাশ্যে মঞ্চে তুমুল নাচ দীপা (Dipa) ওরফে স্বস্তিকার। বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য (Dipa-Surya)। আর এই দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

বহু প্রতিভার অধিকারী, মাচা শোতে দুর্দান্ত নাচে ঝড় তুললেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

Advertisements

টেলিভিশনের (Television) পর্দায় এটাই তার প্রথম ধারাবাহিক। স্বস্তিকার এটা প্রথম সিরিয়াল হলেও তার অভিনয় দক্ষতা দিয়ে সে সহজেই মনজয় করে নিয়েছেন দর্শকদের। আর এই দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। মাচা শোয়ের মঞ্চে তারা যে ভালোবাসা পান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।

Advertisements

বহু প্রতিভার অধিকারী, মাচা শোতে দুর্দান্ত নাচে ঝড় তুললেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

আর যেখানে অজস্র ভক্তদের মাঝে হাজির হয়েছেন সকলের প্রিয় দীপা। এদিন দীপার (Dipa) বেশে নয় বরং কালো শার্ট ও জিন্সে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তাকে রণবীর ও দীপিকার Current Laga গানে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। তার অভিনয় নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই। পাশাপাশি স্টেজ শোয়ের মঞ্চে তার গানের গলাও শুনেছেন সকলেই। আর তাতে মুগ্ধ তার অনুরাগীরা।

বহু প্রতিভার অধিকারী, মাচা শোতে দুর্দান্ত নাচে ঝড় তুললেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

অভিনয় ও গানের পাশাপাশি দীপা (Dipa) ওরফে স্বস্তিকা যে দুর্দান্ত নাচেও তার প্রমান এবার পেলেন সকলেই। ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষের কাছাকাছি মানুষ ভিডিওটি (Video) দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ২৬ হাজার মানুষ। ‛Star Buro‘ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে।

Watch Full Video