দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করছেন স্বস্তিকা, শাশুড়ির চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর! রইলো প্রোমো

এবার নতুন রূপে পর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা (Swastika Dutta) । প্রকাশ্যে নতুন সিরিয়ালের প্রোমো। জি বাংলার হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে, আশ্চর্যের বিষয় হল প্রোমো প্রকাশ্যে আসামাত্রই জানিয়ে দেওয়া হয়েছে সম্প্রচারের দিন। যা রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। আগামী ১২ ডিসেম্বর থেকে রাত ৯:৩০ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
সিরিয়ালে স্বস্তিকার বিপরীতে দেখা মিলবে অভিনেতা শুভঙ্কর সাহার। সম্প্রচারের সময় শুনে নিশ্চই বুঝতে পারছেন কোন ধারাবাহিকের ঘাড়ে কোপ পড়তে চলেছে। হ্যাঁ উর্মি-সাত্যাকির ‘এই পথ যদি না শেষ হয়’ র সময়েই দেখা মিলবে এই ধারাবাহিকের। নতুন ধারাবাহিকের নাম ‛তোমার খোলা হাওয়া’। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানের নামেই হয়েছে এই মেগার নামকরণ।
আসন্ন ওই প্রমোতে দেখা যাচ্ছে যে, বনগাঁর মেয়ে ঝিলমিল কোনো কাছে পটু না হলেও মায়াস্বরী (ভেন্ট্রিলোকুইস্ট) হিসেবে সে পটু। সে বাবার চোখে নয়নমনি হলেও মায়ের কাছে উঠতে বসতে কথা শোনে। এমনকি তার আরও একটি অভ্যাস হল সে নিয়ম ভাঙতে ভালোবাসে। আর ওদিকে গল্পের নায়ক ওয়েল ডিসিপ্লিন। কিন্তু গঙ্গার ঘাটে হবে নিয়ম ভঙ্গ। প্রাণবন্ত ঝিলমিল বিগড়ে দেবে তাঁর গঙ্গাস্নান।
শুধু তাই নয় ফ্রিতে দেবে জ্ঞানও। এমনকি বলে নিয়ম ভাঙাতেই নাকি আসল মজা। আর তখনই নায়কের এক বৌমা বলে উঠবে ‛আমাদের বাবার জন্য এমনই একটা মেয়ের দরকার’। তক্ষুনি পাশের থেকে একজন বলে ওঠে ‛তাহলে এই কি হবে আমাদের নতুন শাশুড়ি’?। ফের একবার অসমী বয়সী প্রেমের গল্প নিয়ে জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‛তোমার খোলা হাওয়া’। এই ধারাবাহিকের সঙ্গেই অনেকেই মিল পেয়েছে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‛গুড্ডন…তুমসে না হো পায়েগা’ র। এবার দেখার পালা এই ধারাবাহিক কতটা মনজয় করতে পারে ভক্তদের।