EntertainmentVideoViral Video

শাড়ি পরে ঘরের ভিতর দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

Advertisement

পরণে হলুদ রঙের নেটের শাড়ি, সঙ্গে সাদা রঙের নেটের ব্লাউজ। ঘরের মধ্যেই ঠুমকা লাগালেন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। অভিনেত্রীর নাচ দেখে একেবারে ক্লিন বোল্ড ভক্তরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তিনি হলেন হরিয়ানার দেশি কুইন। এছাড়া তিনি একজন অভিনেত্রীর পাশাপাশি দূর্দান্ত নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্স এ তার জুড়ি মেলা ভার।

শাড়ি পরে ঘরের ভিতর দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান। এমনকি উঠে আসেন সংবাদের শিরোনামে। বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হল স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটিজেনদের। সম্প্রতি স্বপ্নার (Sapna Choudhary) একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে তাকে ‛Baron Matke’ গানে ঘরের মধ্যেই নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে হলুদ রঙের নেটের শাড়ি, সঙ্গে সাদা রঙের নেটের ব্লাউজ। শাড়ির মধ্যে থেকে স্পষ্ট নাভি। খোলা চুলে নিজের মতোন করে নেচে চলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Sapna Choudhary (@itssapnachoudhary)

আসলে স্বপ্নার ফ্যানেরাই তাকে তার একটি নাচের ভিডিও শেয়ার করার অনুরোধ করেছিলেন। আর তাই ভক্তদের কথা রাখতে অভিনেত্রী শেয়ার করেছেন নাচের ভিডিও। ভিডিও ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛আগুন’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) স্বপ্নার এই নাচের ভিডিও (Video)।